ইসরায়েলি হামলার প্রতিবাদে অস্ট্রেলিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলার নিন্দা জানিয়ে অস্ট্রেলিয়ায় হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। জাতি-ধর্ম নির্বিশেষে, মিছিলে মিছিলে গাজার নির্যাতিত মুসলমানদের পক্ষে আওয়াজ তুলেন তারা।
স্থানীয় সময় রোববার (১৫ অক্টোবর) দেশটির বিভিন্ন প্রদেশের রাজধানীগুলোতে হাজারো মানুষ জড়ো হয়ে ফিলিস্তিনের পক্ষে সংহতি প্রকাশ করেন।
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সবচেয়ে বড় সমাবেশ ঘটে অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল রাজ্য নিউ সাউথ ওয়েলসের রাজধানী সিডনিতে। প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপ জানিয়েছে, সিডনিতে প্রায় ৫ হাজার বিক্ষোভকারী অংশগ্রহণ করেন।
রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী ধারণা করেছেন সিডনিতে প্রায় ২ হাজার মানুষ সমবেত হয়।
ইন্দোনেশিয়াতেও ফিলিস্তিনিদের পক্ষে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। এছাড়াও লেবানন, মিশর, জর্ডান, সিরিয়া, ইরাক, ইরান, তিউনিসিয়া, পাকিস্তান, গ্রিস, আফগানিস্তান, বাংলাদেশ, লিবিয়া ও যুক্তরাষ্ট্রে বিক্ষোভ মিছিল হয়েছে।
শুক্রবার ফিলিস্তিনিদের প্রতি আন্তর্জাতিক সমর্থনের আহ্বানের মধ্য দিয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ফিলিস্তিনিদের গাজার উত্তর থেকে দক্ষিণে সরে যাওয়ার আহ্বান জানিয়ে ইসরায়েল যে বার্তা দিয়েছিল। তার বিরুদ্ধে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনও নিন্দা জানিয়েছেন।
শনিবার (৭ অক্টোবর) হামাসের হামলার পর এ পর্যন্ত ইসরাইলে ১ হাজার ৩০০ জনের মৃত্যু হয়েছে। আর আহত হয়েছেন ৩ হাজারের বেশি। অপরদিকে গাজা উপত্যকায় ইসরাইলের পাল্টা হামলায় ২ হাজার ছাড়িয়েছে নিহতের সংখ্যা।