পাকিস্তানে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পাকিস্তানে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। একটানা এ ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।

বিজ্ঞাপন

এদিকে ভোটগ্রহণকে কেন্দ্র করে পাকিস্তানে মোবাইল পরিষেবা বন্ধ রাখা হয়েছে। দেশটির সরকার জানিয়েছে- সহিংসতা ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, সকাল ৮টা থেকে ভোটগ্রহণের জন্য দেশব্যাপী ভোট কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে। কোনো বিরতি ছাড়াই বিকেল ৫টা পর্যন্ত এ ভোটগ্রহণ চলবে। এই নির্বাচনে ৯০ হাজার ৬৭৫টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এতে জাতীয় পরিষদের ২৬৬টি আসনে মোট ৫ হাজার ১২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উল্লেখ্য, পাকিস্তানের জাতীয় পরিষদে মোট ৩৩৬টি আসনের মধ্যে ২৬৬ আসনে সরাসরি ভোট হয়। বাকি ৭০টি আসন সংরক্ষিত থাকে। যার ৬০টি আসন নারীদের সংরক্ষিত। আর অমুসলিম প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকে ১০টি আসন।