নিউ মেক্সিকোতে দাবানলে পুড়লো ১৪০০ ভবন, নিহত ২

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভয়াবহ দাবানলের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ নিউ মেক্সিকো অঙ্গরাজ্য। এখন পর্যন্ত দাবানলে নিহত হয়েছেন দু'জন। পুড়ে গেছে হাজার হাজার একর বনাঞ্চল। ক্ষতিগ্রস্ত হয়েছে এক হাজার ৪০০টিরও বেশি ভবন। এসব অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ৮ হাজার বাসিন্দাকে।

বৃহস্পতিবার (২০ জুন) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

নিউ মেক্সিকো গভর্নর মিশেল লুজান গ্রিশাম সাংবাদিকদের বলেছেন, এখন পর্যন্ত দুটি অগ্নিকাণ্ডে ১৪০০ টিরও বেশি ভবন ধ্বংস হয়ে গেছে। পুড়ে গেছে প্রায় ২৩ হাজার একর বনাঞ্চল। এ দাবানলকে ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক দাবানলের মধ্যে একটি বলে মন্তব্য করেছেন তিনি।

নিউ মেক্সিকোর বৃহত্তম শহর আলবুকার্কের প্রায় ১৩৫ মাইল দক্ষিণ-পূর্বে বনাঞ্চলটি অবস্থিত। ২০২২ সালে এখানে দাবানলে দু’জনের মৃত্যু হয়েছিল।

এর আগে ২০২২ সালে নিউ মেক্সিকোতে ভয়াবহ দাবানলে ৩ লাখ ৪১ হাজার একর (১ লাখ ৩৮ হাজার হেক্টর) বনাঞ্চল এলাকা ক্ষতিগ্রস্ত হয়। যা মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে দাবানলগুলোর মধ্যে সবচেয়ে বড় ঘটনা ছিল।