ফিলিপাইনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় নেগ্রোস ওরিয়েন্টাল প্রদেশে একটি গাড়ি এবং একটি সিমেন্ট মিক্সার ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। পুলিশ সোমবার (২৪ জুন) এ কথা জানিয়েছে। 

সংবাদমাধ্যম সিনহুয়ার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, নিহতদের বহনকারী গাড়িটি দক্ষিণ দিকে যাওয়ার সময় এটি শনিবার ভোর ৪টার দিকে ডুমাগুয়েতে সিটিতে একটি মোড়ে সামনের দিক থেকে আসা একটি  ট্রাকের সাথে ধাক্কা খায়। 

প্রাথমিক তদন্ত থেকে জানা যায়, গাড়িটি বিপরীত লেন দিয়ে যাওয়ার ফলে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ দুর্ঘটনায় গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ৪৫ বছর বয়সী গাড়িটির পুরুষ চালক ও প্রাপ্তবয়স্ক তিন নারী যাত্রী নিহত হন।
পুলিশ জানায়, গাড়ির চালক এবং যাত্রীরা লুজন দ্বীপের বাসিন্দা।

তারা আরো জানান, এ দুর্ঘটনায় আহত তিন জনকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে। আহত এ তিনজনের বয়স ১৫, ১৭ এবং ১৯ বছর।