ইরান ও রাশিয়ার সম্পর্ক বাধাহীনভাবে উন্নতি হচ্ছে

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত, ইরান ও রাশিয়ার সম্পর্ক বাধাহীনভাবে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করেছেনরাশিয়ান ফেডারেশন কাউন্সিলের ডেপুটি স্পিকার কনস্তানতিন কোসাসেভ

ছবি: সংগৃহীত, ইরান ও রাশিয়ার সম্পর্ক বাধাহীনভাবে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করেছেনরাশিয়ান ফেডারেশন কাউন্সিলের ডেপুটি স্পিকার কনস্তানতিন কোসাসেভ

রাশিয়ান ফেডারেশন কাউন্সিলের ডেপুটি স্পিকার কনস্তানতিন কোসাসেভ বলেছেন, ইরান ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক বাধাহীনভাবে উত্তরোত্তর উন্নতি হচ্ছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) ইরানের সংবাদমাধ্যম মেহর নিউজ এ বিষয়ে একটি খবর প্রকাশ করে।

বিজ্ঞাপন

খবরে বলা হয়, ইরানের গার্ডিয়ান কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান আয়াতুল্লাহ আলিরেজা আরাফির সঙ্গে বৈঠকের পর কনস্তানতিন কোসাসেভ এ মন্তব্য করেন। বুধবার তাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

কোসাসেভ বলেন, দুই দেশের মধ্যে সক্রিয় যোগাযোগ রয়েছে। বিশেষভাবে সংসদীয় দলসহ দুই দেশের মধ্যে কম্প্রিহেনসিভ স্ট্রাটেজিক পার্টনারশিপ চুক্তির মাধ্যমে তেহরান ও মস্কোর মধ্যে সম্পর্কের কারণে এ যোগাযোগ আরো জোরদার হচ্ছে।

বিজ্ঞাপন

এছাড়া দুই দেশের আন্তঃসংসদীয় দলের মধ্যে বন্ধন আরো দৃঢ় হয়েছে।

রাশিয়ান ফেডারেশন কাউন্সিলের ডেপুটি স্পিকার কনস্তানতিন কোসাসেভ বলেন, ইরান ও রাশিয়া পাশ্চাত্যের বেআইনি নিষেধাজ্ঞার মধ্য দিয়ে যাচ্ছে। এ কারণে দুই দেশ একে অপরকে সমর্থন ও সহযোগিতার মধ্য দিয়ে এগিয়ে যেতে পারে।