ইউক্রেনের ১৯ ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত, ইউক্রেনের ১৯টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার সেনাবাহিনীর

ছবি: সংগৃহীত, ইউক্রেনের ১৯টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার সেনাবাহিনীর

ইউক্রেনের ১৯টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়ার সেনাবাহিনী।

সোমবার (২৯ জুলাই) রাশিয়ার সেনাবাহিনীর বরাত দিয়ে ভয়েস অব আমেরিকা এ খবর জানায়।

বিজ্ঞাপন

খবরে বলা হয়, কুর্স্ক অঞ্চলের আকাশ থেকে হামলার চেষ্টাকালে এ সব ড্রোন ভূপাতিত করা হয়।

সোমবার রাশিয়ার সেনাবাহিনী জানায়, দ্বিতীয় দিনের মতো ইউক্রেন ও রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চল কুর্স্কে হামলার করার সময় ইউক্রেনের ১৯টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

বিজ্ঞাপন

সামাজিকমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় কুর্স্কের গভর্নর ইউক্রেনের ড্রোন ভূপাতিত করার দাবি করলেও হতাহতের বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য উল্লেখ করেননি।

রাশিয়ার ভোরোনেখ অঞ্চলের গভর্নর আলেক্সান্দার গুসেভ বলেছেন, ইউক্রেনের ড্রোন হামলায় স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সেটি পরে ভূপাতিত করা হয়। তিনিও হতাহতের কোনো তথ্য জানাননি।