গণধর্ষণের অভিযোগে পাকিস্তানে আটক ২

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: পাকিস্তানে গণধর্ষণের অভিযোগ

ছবি: পাকিস্তানে গণধর্ষণের অভিযোগ

পাকিস্তানের ফয়সালাবাদে গণধর্ষণের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৪ আগস্ট) এক নারী তার বন্ধুর সঙ্গে দেখা করতে এসে বাস আসতে দেরি করায় বন্ধুর বাসভবনে গিয়েছিলেন। এসময় তিনি গণধর্ষণের শিকার হন।

বিজ্ঞাপন

এঘটনায় ওই ভুক্তভোগী নারী থানায় এফআই করার পর দুজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৭ আগস্ট) পাকিস্তানের জিওটিভি নিউজ এ বিষয়ে একটি খবর প্রকাশ করে।

খবরে বলা হয়, ভুক্তভোগী ওই নারী লাহোরে থাকেন। ১৪ আগস্ট (বুধবার) সন্ধ্যায় ফয়সালাবাদের পেইনস্রা শহরে তার এক বন্ধু মুহাম্মদ ওয়াসিমের সঙ্গে দেখা করতে আসেন। দেখা হওয়ার পর ওই নারীর সঙ্গে একপর্যায়ে কথা কাটাকাটি হলে তাকে একা ফেলে নিজের রুমে চলে যান ওয়াসিম। এরপর ওই নারী নিজে থেকেই ওয়াসিমের রুমে গিয়ে তাকে লাহোরের বাসে তুলে দিয়ে আসতে বলেন। লাহোরের বাস আসতে দুই ঘণ্টা দেরি হবে বিধায় ওয়াসিম তার এক বন্ধু আবদুল রহিমকে ফোন করে তাকে ২/৩ ঘণ্টার সময় দিতে বলেন।

ভুক্তভোগী ওই নারী এফআইআরে বলেন, এরপর ইমরান ওরফে মনি তার আরো তিন থেকে চার সঙ্গীসহ রুমে এসে ওয়াসিমকে আলাদা রুমে নিয়ে বেঁধে ফেলে। এরপর ইমরান এবং তার সহযোগীরা ওই নারীকে গণধর্ষণ করেন।

তিনি আরো অভিযোগ করেন, ধর্ষকেরা তার ফোন কেড়ে নেয় এবং তিনি ধারণা করছেন, এই অপরাধের সঙ্গে আবদুল রহিম এবং ওয়াসিমও জড়িত থাকতে পারে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন।