পাকিস্তানে ভারী বর্ষণে বন্যা: নিহত ৮

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিভিন্ন এলাকায় ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় ৮ জন নিহত এবং আরো ১১ জন আহত হয়েছেন। এছাড়া বিভিন্ন শহর ও এলাকার রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে বলে জানা গেছে।

রোববার (১৮ আগস্ট) পাকিস্তানের টেলিভিশন চ্যানেল জিওনিউজ এ খবর জানায়।

বিজ্ঞাপন

খবরে বলা হয়, শনিবার (১৭ আগস্ট) রাতে পাকিস্তানের বিভিন্ন এলাকায় ভারী বর্ষণ হয়। এতে করে সৃষ্ট বন্যায় ৮ জন মারা গেছেন। এছাড়া আরো ১১ জন আহত হয়েছেন।

খবরে জানানো হয়, রাজানপুর, ডেরা, গাজী খান, তোবা আচাকজাই, কিল্লা আবদুল্লাহ, জিরাত, পিশিন, চ্যামন, জাকোবাদ, সুক্কুর, খাইরাপুর এবং পাকিস্তানের আরো অনেক এলাকায় ভারী বৃষ্টি হয়েছে।

এ কারণে সৃষ্ট বন্যায় বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। অনেক বাড়িঘরের ছাদ ভেসে গেছে। বিভিন্ন সড়ক এবং সেতু পানির তলায় তলিয়ে গেছে। এছাড়া বন্যার তোড়ে কোথাও কোথাও বাড়ির দেওয়াল ধসে পড়েছে।

জিওটিভি জানায়, বন্যার কারণে বেলুচিস্তান রাজ্যে অন্তত ১০ জন আহত হয়েছেন। চ্যামনে বন্যার তোড়ে রেলপথ উপড়ে গেছে। এতে করে বিভিন্ন এলাকার সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

পাকিস্তানের আবহাওয়া অধিদফতর আবহাওয়া বার্তায় জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় আরো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস থেকে জানানো হয়, ফয়সালাবাদে এর আগেরদিন ১শ ৩১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়াও পাকিস্তানের বিভিন্ন রাজ্যজুড়ে ভারী বৃষ্টিপাত হয়েছে।