সেইম নদীর দ্বিতীয় সেতু ধ্বংসের দাবি ইউক্রেনের

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সেইম নদীর দ্বিতীয় সেতু ধ্বংস

ছবি: সেইম নদীর দ্বিতীয় সেতু ধ্বংস

রাশিয়ার স্কুর্স্ক অঞ্চলের সেইম নদীর উপর নির্মিত দ্বিতীয় সেতু ধ্বংসের দাবি করেছে ইউক্রেন।

ইউক্রেনের সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইউক্রেনের বিমান বাহিনী কুর্স্ক অঞ্চলের জাভানোয়ি গ্রামের কাছে সেইম নদীর উপর নির্মিত দ্বিতীয় সেতু ধ্বংস করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (১৮ আগস্ট) ইউক্রেনের সংবাদমাধ্যম মিলিটারনি এবং সিটিভি এ বিষয়ে খবর প্রকাশ করে।

খবরে বলা হয়, ইউক্রেনের বিমানবাহিনীর কমান্ডার মিকোলা ওলেশচুক তার ফেসবুক পেজে সেইম নদীর উপর এয়ারজেট দিয়ে বোমা ফেলে দ্বিতীয় সেতু ধ্বংসের ভিডিও প্রকাশ করেন।

এসময় তিনি ফেসবুক পেজে এক পোস্টে লেখেন, এভাবেই শত্রুর কৌশলগত সহায়তা ধ্বংস করে দেওয়া হবে।

খবরে বলা হয়, এই সেতু রাশিয়ার সেনাসদস্যদের জন্য রসদ সরবরাহ এবং গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা হতো। এ সেতু দিয়ে কুর্স্ক অঞ্চল থেকে রাশিয়ার সেনাসদস্যদের ফিরিয়ে নেওয়া হতো।

এ বিষয়ে রাশিয়ার আঞ্চলিক গর্ভনর আলেক্সেই স্মিরনভ স্বীকার করেছেন প্রথম সেতুর ধ্বংসের দু’দিনের আগেই সেইম নদীর উপর নির্মিত দ্বিতীয় সেতুটি ধ্বংস করেছে ইউক্রেন। এর আগে ১৬ আগস্ট কুর্স্কের গ্লুশকোভো গ্রামের কাছে সেইম নদীর উপর নির্মিত প্রথম সেতুটি ধ্বংস করে।

আরও পড়ুন : মার্কিন যুক্তরাষ্ট্র নির্মিত রকেট দিয়ে কুর্স্কে হামলা করেছে ইউক্রেন

সেইম নদীর উপর এখন মাত্র আর দুটি সেতু রয়েছে। এর মধ্যে কারিঝ গ্রামের কাছে একটি সেতু দিয়ে যানবাহন চলাচল করে। এছাড়া আরেকটি সেতু দিয়ে রেল চলাচল করে থাকে।