ভারতের কোস্ট গার্ড প্রধানের মৃত্যু

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ভারতের কোস্ট গার্ডের (আইসিজি) প্রধান রাকেশ পাল।

রোববার (১৮ আগস্ট) চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

গত বছরের ১৯ জুলাই ভারতের কোস্ট গার্ডের ২৫তম মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব নেন রাকেশ পাল। এর আগে সমুদ্র ও উপকূলীয় এলাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছিলেন ডিজি রাকেশ পাল।

দেশটির কর্মকর্তারা বলেছেন, রোববার কোস্ট গার্ডের একটি অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রীর সাথে সাক্ষাৎ করার কথা ছিল রাকেশ পালের। কিন্তু হঠাৎ অস্বস্তি বোধ করায় তাকে রাজীব গান্ধী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে তার মৃত্যু হয়।

এদিকে কোস্ট গার্ডের প্রধানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

এক শোক বার্তায় তিনি বলেছেন, চেন্নাইয়ে আইসিজি ডিজি রাকেশ পালের অকাল মৃত্যুতে আমি গভীর শোকাহত। তিনি একজন দক্ষ এবং প্রতিশ্রুতিশীল কর্মকর্তা ছিলেন; যার নেতৃত্বে ভারতের সামুদ্রিক নিরাপত্তা জোরদারে ব্যাপক ভূমিকা পালন করেছে আইসিজি। একই সঙ্গে কোস্ট গার্ডের প্রধানের মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন রাজনাথ।