তেল আবিবে আত্মঘাতী বোমা হামলা: হামাসের দায় স্বীকার

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: তেল আবিবে আত্মঘাতী বোমা হামলা

ছবি: তেল আবিবে আত্মঘাতী বোমা হামলা

ইসরায়েলের রাজধানী তেল আবিবে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে ফিলিস্তিনের গাজা উপত্যকাভিত্তিক সংগঠন হামাস। এ হামলায় হামলাকারী নিহত হওয়ার পাশাপাশি একজন পথচারী আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার (১৯ আগস্ট) ইসরায়েলের সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল এ খবর প্রকাশ করে। খবরে বলা হয়, রোববার সন্ধ্যায় দক্ষিণ তেল আবিবের লেহি রোডে এক আত্মঘাতী হামলাকারী হামলা চালিয়েছে।

বিজ্ঞাপন

সিসি ক্যামেরার এক ভিডিও ফুটেজে দেখা যায়, আত্মঘাতী হামলাকারী ঘটনার আগমুহূর্তে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন তার পিঠে একটি ব্যাগ ছিল। তিনি হেঁটে যাওয়ার কিছু সময় পরেই বিস্ফোরণের দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে।

এ ঘটনার পর ইসরায়েলের গোয়েন্দা সংস্থা শিন বেট এবং পুলিশ জানায়, আত্মঘাতী হামলাকারী পশ্চিম গাজার নাবলুস থেকে এসেছিলেন।

এদিকে, হামলার পর হামাস এক বিবৃতিতে তেল আবিবে হামলার দায় স্বীকার করে বলেছে, ইসলাম জিহাদের সঙ্গে যৌথভাব এ হামলা চালিয়েছে তারা। সেইসঙ্গে আরো জানায়, তারা এ ধরনের হামলা আরো চালাবে।

ইসরায়েলের পুলিশ ও শিন বেট জানায়, হামলাটি ছিল ‘সন্ত্রাসী’ হামলা। হামলাকারীর বয়স ৫০-এর কোঠায়।