বেলুচিস্তানে ২ দিনে নিহত ৫৪

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তানে স্বাধীনতাপন্থী গোষ্ঠী ও সরকারি বাহিনী বন্দুকযুদ্ধে মোট ৫৪ নিহত হয়েছেন।

এর মধ্যে স্বাধীনতাপন্থী ২১ জন, সেনাবাহিনীর সদস্য ১০ ও ৪ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন। রোববার ও সোমবার (২৫ ও ২৬ আগস্ট) মোট ৫৪ জন নিহত হন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৬ আগস্ট) পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ এ বিষয়ে একটি খবর প্রকাশ করে।

খবরে বলা হয়, রোববার ও সোমবার বেলুচিস্তানের স্বাধীনতাপন্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধে মোট ৫৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে বেলুচিস্তানের তিন জেলায় ২১ জন স্বাধীনতাপন্থীকে হত্যা করেছে সরকারি বাহিনী।

দ্য নিউজ জানায়, ‘সন্ত্রাসীরা’ পুলিশ স্টেশন, প্যারামিলিটারির ক্যাম্প এবং স্বেচ্ছাসেবী বাহিনী লেভিস-এর ক্যাম্পে হামলা চালায়।

এছাড়া বেলুচিস্তানের মুসাখাইল জেলার হাইওয়েতে প্রতিবন্ধকতা তৈরি করে গাড়ি থামিয়ে ২৩ জনকে হত্যা করে। এদের বেশির ভাগই দক্ষিণ পাঞ্জাবের।

আইএসপিআর থেকে জানানো হয়, বন্দুকযুদ্ধে ২১ জন ‘সন্ত্রাসী’, ১০ জন সামরিক কর্মকর্তা এবং ৪ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য নিহত হয়েছেন।

পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারি বলেছেন, নিরীহ মানুষকে হত্যা করা মানে পুরো মানবতাকে হত্যা করা।  তিনি বলেন, এসব ‘সন্ত্রাসীদের’ আইনের আওতায় আনা হবে।