‘নবান্ন অভিযান’-এ সংঘর্ষ হাওড়া-সাঁতরাগাছিতে

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

Photo: Collected

Photo: Collected

‘নবান্ন অভিযান’-এ পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার প্রবেশ মুখ হাওড়া ও সাঁতরাগাছিতে আন্দোলনকারীদের সঙ্গে দফায় দফায় পুলিশের সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে।

ছাত্র সংগঠন ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ এবং বিক্ষুব্ধ রাজ্য সরকারি কর্মচারীদের প্ল্যাটফর্ম ‘সংগ্রামী যৌথ মঞ্চ’- ‘নবান্ন অভিযান’-এর ডাক দেয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে হাওড়া এলাকা ও সাঁতরাগাছিতে এ সংঘর্ষ শুরু হয়।

কলকাতার সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, সাঁতরাগাছিতে আন্দোলনকারীদের একটি মিছিল পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে আগাতে থাকলে পুলিশের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়। এসময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জসহ জলকামান ব্যবহার করা হয়েছে।

এদিকে, জানা গেছে, হাওড়া এলাকায় ৫ জনের বেশি কাউকে সমবেত হতে দিচ্ছে না পুলিশ। সে কারণে অনেকে হেঁটে হেঁটে সামনে এগিয়ে যাচ্ছেন।

কলকাতার এক হাসপাতালের একজন চিকিৎসককে ধর্ষণ করে হত্যার পর পশ্চিমবঙ্গে প্রতিবাদের ঝড় ওঠে। সে ঝড় সারা ভারত জুড়ে ছড়িয়ে পড়ে।

চিকিৎসক হত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশ আয়োজনে পশ্চিমবঙ্গের মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষোদগার করার পর বেশ কয়েকদিন ধরে কলকাতাসহ পশ্চিমবঙ্গে সমাবেশ অনুষ্ঠিত হয়ে আসছে।

এদিকে, মঙ্গলবার ‘নবান্ন অভিযান’ ঠেকাতে বেশকিছু স্কুল বন্ধ রাখা হয়েছে।