গাজায় কর্মীদের চলাচল বন্ধ ঘোষণা করেছে ডব্লিউএফপি

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গাজা উপত্যকায় তাদের কর্মীদের চলাচল বন্ধ ঘোষণা করেছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। সংস্থাটির একটি গাড়ি ইসরায়েল-নিয়ন্ত্রিত তল্লাশি চৌকির কয়েক মিটার দূরে বন্দুক হামলার শিকার হওয়ার পর এমন ঘোষণা এলো। ১০ মাস ধরে চলা যুদ্ধে এই প্রথম চেকপোস্টের কাছে এসে সংস্থাটির একটি গাড়ি হামলার শিকার হয়েছে। 

মঙ্গলবার (২৯ আগস্ট) রাতে ডব্লিউএফপি এক বিবৃতিতে জানিয়েছে, ওয়াদি গাজা ব্রিজের তল্লাশি চৌকির দিকে গেলে হামলার শিকার হয় তাদের গাড়ি। তবে গাড়িতে থাকা কোনো কর্মী শারীরিকভাবে আহত হননি।

বিজ্ঞাপন

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এই হামলার জন্য ইসরায়েলের নিন্দা জানিয়ে সাংবাদিকদের বলেন, ত্রাণের গাড়িটিতে ১০ বার ইসরায়েলি গুলি আঘাত করে। সামনের জানালা লক্ষ্য করে বুলেট ছোড়া হয়।

ডুজারিক বলেন, ত্রাণবহরের গতিবিধি ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করা হয়েছিল এবং সামনে যাওয়ার ছাড়পত্র ছিল।

ডব্লিউএফপির নির্বাহী পরিচালক সিন্ডি ম্যাককেইন এ হামলাকে অগ্রহণযোগ্য বলে বর্ণনা করেছেন এবং বলেছেন, এটি ছিল গাজায় তার দলের সদস্যদের সঙ্গে ঘটে যাওয়া প্রাণহানিকর ঘটনার ক্রমের মধ্যে সর্বশেষ।