কোয়েটায় টাইম বোমা হামলায় ২ পুলিশ সদস্য নিহত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পাকিস্তানের কোয়েটায় পেতে রাখা টাইম বোমা হামলায় পুলিশের ২ সদস্য নিহত হয়েছেন। জানা গেছে, পুলিশের ভ্রাম্যমাণ গাড়িকে লক্ষ করে এ হামলা করা হয়।

কোয়েটার কুচলক শহরে এ হামলার ঘটনা ঘটে। এ হামলার জন্য কারা দায়ী, তা জানা যায়নি।

বিজ্ঞাপন

শনিবার (১৪ সেপ্টেম্বর) পাকিস্তানের টিভি চ্যানেল জিওনিউজ এ খবর জানায়।

খবরে বলা হয়, শনিবার কোয়েটার কাছে কুচলকে টহল দেওয়ার সময় পুলিশের গাড়ি লক্ষ করে টাইম বোমা ফাটানো হলে ২ জন পুলিশ সদস্য গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

খবরে বলা হয়, বোমা বিস্ফোরণের পর উদ্ধারকর্মীরা সেখানে উপস্থিত হন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অন্তত ৮ থেকে ১০ কেজি ওজনের টাইম বোমা বোস্তান সড়কে পেতে রাখা হয়েছিল। পরে পুলিশের গাড়ি যাওয়ার সময় সেটির বিস্ফোরণ ঘটানো হয়।

এর আগে এ সপ্তাহে দক্ষিণ ওয়াজিরিস্তানের খাইবার পাখতুনওয়ায় রিমোর্ট কন্ট্রোল বোমা বিস্ফোরণে ১৩ জন নিহত হন। এর মধ্যে ৬ জন পুলিশ সদস্য এবং ৭ জন বেসামরিক নাগরিক ছিলেন।