নাইজেরিয়ায় নৌকাডুবি: ৬৪ জনের সলিল সমাধি

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আফ্রিকার দেশ নাইজেরিয়ায় একটি কাঠের নৌকা নদীতে ডুবে ৬৪ জনের সলিল সমাধি হয়েছে। নৌকাটি ৭০ জন কৃষক নিয়ে নদী পারাপার হচ্ছিল বলে জানা গেছে। নৌকাডুবির পর ৬ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) যুক্তরাজ্যের বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানায়। 

বিজ্ঞাপন

খবরে বলা হয়, উত্তর-পশ্চিম নাইজেরিয়ার জামফারা প্রদেশের গুম্মি শহরের কাছে শনিবার সকালে ৭০ জন যাত্রী নিয়ে একটি কাঠের নৌকা নদীতে ডুবে যায়। উদ্ধারকর্মীদের ৩ ঘণ্টার উদ্ধার তৎপরতার পর ৬ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

গুম্মির স্থানীয় পরিষদের মুখপাত্র আমিনু নুহু ফালালে জানান, দ্বিতীয়বারের মতো একই ঘটনা ঘটলো।

জানা যায়, রোজ প্রায় ৯শ' কৃষক তাদের জমি চাষ করার জন্য নদী পারাপার করে থাকেন। পারাপারের জন্য মাত্র দুটো কাঠের নৌকা রয়েছে। ফলে প্রাণের ঝুঁকিসহ অতিরিক্ত যাত্রী নিয়ে নদী পারাপার করে নৌকা দুটি।

জামাফারা প্রদেশে খনি দখল নিয়ে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ঘটে থাকে। এ ছাড়া এ প্রদেশটিতে ভারী বৃষ্টির কারণে বন্যাও হয়। মাত্র দুই সপ্তাহ আগে সৃষ্ট বন্যায় ১০ হাজার বাসিন্দা তাদের ঘরবাড়ি ছেড়ে অন্যখানে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন।