তান্ত্রিকমতে কিশোরীকে পিটিয়ে আহত: আটক ২

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কিশোরীকে চিকিৎসার নামে তান্ত্রিকমতে পিটিয়ে আহত করার ভিডিও সামাজিক সাইটে ভাইরাল হওয়ার পর ওই তান্ত্রিক ও তার সাগরেদকে আটক করেছে পুলিশ। ভারতের উত্তর প্রদেশের সম্বলপুর এলাকার গুন্নাউরে শনিবার এ ঘটনা ঘটে।

রোববার (১৫ সেপ্টেম্বর) পুলিশের বরাত দিয়ে ভারতীয় ইংরেজি সংবাদমাধ্যম দ্য ডেকান হেরাল্ড এ খবর জানায়।

বিজ্ঞাপন

খবরে বলা হয়, এক তান্ত্রিক ও তার সাগরেদ মিলে চিকিৎসার নামে তান্ত্রিকমতে কিশোরীকে পিটিয়ে আহত করার একটি ভিডিও সামাজিক সাইটে ছড়িয়ে পড়ে।

ভিডিওটি ভাইরাল হলে পুলিশের নজরে আসে। এরপর গুন্নাউর পুলিশ ওই তান্ত্রিক, তার সাগরেদ গোপী ও বাসুদেবকে আটক করে। তাদের দুজনের বাড়ি ইসামপুরে।

এ বিষয়ে গুন্নাউর পুলিশ স্টেশনের পুলিশ কর্মকর্তা এসএইচও বিনীত কুমার জানান, সামাজিক সাইটে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক তান্ত্রিক ও তার সাগরেদ মিলে চিকিৎসার নামে তান্ত্রিকমতে এক কিশোরীকে শারীরিকভাবে লাঞ্ছিত করছেন।

এঘটনায় তাদের দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এসএইচও বিনীত কুমার বলেন, গোপী ও বাসুদেব এলাকায় সাধারণ মানুষকে ভয় দেখিয়ে বলেন যে, শয়তানের আছর ও তাদের ছায়া থেকে বাঁচাতে তারা তান্ত্রিকমতে চিকিৎসা করে থাকেন।

তারা জানান, তান্ত্রিকমতে চিকিৎসা করিয়ে এর থেকে রেহাই দিতে পারেন। এর পরেই তারা একটি কিশোরীকে তান্ত্রিকমতে পিটিয়ে আহত করেন।