ইউক্রেনের হামলা: টোরোপেটস থেকে লোকজনকে সরে যেতে নির্দেশ

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাতভর ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলার পর রাশিয়ার এক অঞ্চলের একটি অংশ থেকে লোকজনকে সরে যেতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

ড্রোন হামলার পর ব্যাপক আকারে আগুন ছড়িয়ে পড়লে এ নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যায়।

বুধবার (১৮ সেপ্টেম্বর) রাশিয়ার টিভর অঞ্চলের গভর্নরের বরাত দিয়ে বিবিসি এ খবর জানায়।

বিজ্ঞাপন

খবরে বলা হয়, রাশিয়ার টিভর অঞ্চলের টোরোপেটস অঞ্চলে ইউক্রেন রাতভর ব্যাপক ড্রোন হামলা চালায়। এতে করে সে এলাকার ধ্বংসস্তূপে আগুন ধরে যায়। এরপর সে অঞ্চলের একটি অংশ থেকে লোকজনকে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

টিভর অঞ্চলের গভর্নর ইগর রডেনিয়া বলেন, ড্রোন হামলার পর ধ্বংসস্তূপে আগুন ধরে গেলে জরুরি বিভাগের লোকজন সেগুলোকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানাতে পারেননি তিনি।

তবে একটি ভিডিও ফুটেজ সূত্রে বিবিসি জানায়, টোরোপেটস শহরের একটি অস্ত্রাগারের মঙ্গলবার দিনগত রাতে ব্যাপক হামলার পর তাতে আগুন ধরে যায়। এ ফুটেজের সত্যতা নিশ্চিত করতে পারেনি বিবিসি।

বুধবার ভোরে টোরোপেটস অঞ্চল কর্তৃপক্ষ জানায়, এলাকার লোকজনকে সরিয়ে নিতে বাস প্রস্তুত রাখা হয়েছে। জানা যায়, ওই এলাকায় মোট ১৩ হাজার লোকজন বসবাস করেন। এ হামলার পর শহরের স্কুল বুধবারের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

এদিকে, স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, রাতে হামলার সময় ৫০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।