আইএসের হামলায় ইরাকে ৪ সেনা নিহত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ইরাকের উত্তরাঞ্চলীয় তেলের শহর কিরকুক

ইরাকের উত্তরাঞ্চলীয় তেলের শহর কিরকুক

ইসলামিক স্টেটের (আইএস) হামলায় ইরাকের সেনাবাহিনীর ৪ সদস্য নিহত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলীয় তেলের শহর কিরকুকের কাছে ওঁৎ পেতে থাকা আইএস সদস্যদের হামলায় তারা নিহত হন।

এক জঙ্গি সদস্যকে আটক করতে গেলে এ হামলার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বুধবার (২ অক্টোবর) যুক্তরাজ্যের বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানায়।

ইরাকের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ইরাকের উত্তরাঞ্চলীয় শহর কিরকুক থেকে ৪৫ কিলোমিটার (২৮ মাইল) দূরে একটি কনভয়ে করে সেনাসদস্যরা সন্দেহভাজন এক জঙ্গি সদস্যকে আটক করতে যায়। পথিমধ্যে, হঠাৎ করে স্নাইপার ও অটোমেটিক অস্ত্র থেকে কনভয় লক্ষ করে হামলা চালানো হয়। এতে সেনাবাহিনীর ৪ সদস্য নিহত হন।

এ হামলার দায় কেউ স্বীকার না করলেও সেনাবাহিনী এ হামলার জন্য আইএসকে দায়ী করেছে।

প্রসঙ্গত, এই সেনাসদস্যরা এমন এক এলাকায় হামলায় নিহত হলেন, যে এলাকা ২০১৭ সালে আইএসমুক্ত হিসেবে ঘোষণা করা হয়েছিল।