কেনিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৬০

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শুক্রবারের কেনিয়া ভূমিধসের ঘটনায় বেড়েই চলছে মৃতের সংখ্যা। রোববার (২৪ নভেম্বর) মৃতের সংখ্যা বেড়ে ৬০ এ দাঁড়িয়েছে বলে জানায় কেনিয়া সরকার। 

ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কেনিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের পোকোট জেলায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এর ফলে চারটি ব্রিজ ভেসে গেছে ও বেশ কিছু গ্রামও প্লাবিত হয়েছে। নিহতদের মধ্যে প্রায় সবাই ভূমিধসের কারণে মারা গেছেন বলে জানিয়েছে দেশটির সরকারি কর্তৃপক্ষ।

এর আগে পোকোট কাউন্টি সরকারের একজন কর্মকর্তা জানান, ভূমিধসে ৫৩ জন নিহত হয়েছেন। এছাড়া আরও সাতজন নিখোঁজ রয়েছেন। এ বিষয়ে সরকারি কর্মকর্তাদের সংবাদ মাধ্যমে কথা না বলার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে পোকোটের গভর্নর জন ক্রপ লোনিঙ্গাপুও বলেন, আমরা কখনও এ রকম ট্র্যাজেডির মুখোমুখি হইনি। শুক্রবার রাতেও ১২ ঘণ্টা বৃষ্টিপাত হয়েছে। 

এর আগে কেনিয়ার রাষ্ট্রপতি প্রাণহানির ঘটনা রোধে দেশটির সেনাবাহিনী ও পুলিশসহ অন্যান্য সংস্থাকে উদ্ধার কাজে অংশ নেওয়ার নির্দেশ দেন।

বিজ্ঞাপন

দুর্ঘটনা কবলিত অঞ্চলগুলোতে হেলিকপ্টার দিয়ে উদ্ধার কাজ চালানো হচ্ছে বলে জানা গেছে। তবে বৃষ্টিপাত ও ঘন কুয়াশার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।

উল্লেখ্য, অঞ্চলটিতে আবহাওয়া জনিত কারণে প্রাকৃতিক দুর্যোগ নতুন নয়। চলতি বছরের অক্টোবর মাসে ভারী বৃষ্টিপাত এবং বন্যায় ৫০ জনেরও বেশি মানুষ মারা যান। এছাড়া কয়েক হাজার মানুষ তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হন।