অস্ট্রেলিয়ায় স্বস্তির বৃষ্টি
গত সেপ্টেম্বর থেকে দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া। এর মধ্যে রোববার (৫ জানুয়ারি) স্থানীয় সময় রাতে বৃষ্টি হয়েছে। দেশটির সিডনি, মেলবোর্ন ও সাউথ ওয়েলসের কিছু অংশে বৃষ্টিপাত হয়। এর ফলে তাপমাত্রা কিছুটা কমেছে।
তবে দেশটির সরকারি কর্তৃপক্ষ জানায়, বৃষ্টির পরেও দাবানলের আগুন কমছে না। এছাড়া মঙ্গলবার আবার তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে তারা।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় দাবানল: মুসলিম-খ্রিস্টান একসঙ্গে বৃষ্টির প্রার্থনা!
সরকারি কর্তৃপক্ষ থেকে আরও জানানো হয়, ভিক্টোরিয়া ও নিউ সাউথ ওয়েলসে দাবানল ব্যাপক হারে বাড়তে পারে।
সোমবার স্থানীয় সময় সকালে নিউ সাউথ ওয়েলসের রাজ্য প্রধান গ্ল্যাডিস বেরেজিকলিয়ান বলেন, এই বৃষ্টিতে আত্মতুষ্টির কোনো জায়গা নেই। আমাদের কাজ হল মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া।
সেপ্টেম্বর থেকে চলা আসা দাবানলে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে চলতি সপ্তাহেই। পুড়ে গেছে একশর মত বাড়ি-ঘর। মারা গেছে অন্তত বারজন। এছাড়া পুরো অঞ্চলটির আকাশ লাল বর্ণের হয়ে গেছে। আর ধোঁয়ায় আছন্ন পুরো অঞ্চল।
আরও পড়ুন: দাবানল থেকে মালিককে বাঁচালো ঘোড়া!
আবহাওয়া পরিবর্তনের ফলে সোমবার কোনো ধরনের জরুরি ব্যবস্থা ডাকা হয়নি। তবে ভিক্টোরিয়ায় সতর্কতার পয়েন্ট ছিলো ২৫ এবং দক্ষিণ অস্ট্রেলিয়ায় ছিলো এক।
ভিক্টোরিয়ার জরুরি ব্যবস্থার কমিশনার এন্ড্রু ক্রিপস জানায়, যেকোনো সময় আগুন বাড়তে পারে।
এদিকে দাবানলে ক্ষতিগ্রস্তদের ত্রাণের জন্য অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ৬৯ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছেন।
আরও পড়ুন: নিয়ন্ত্রণের বাইরে অস্ট্রেলিয়ার দাবানল