‘আবারও বিশ্বাসঘাতকতার শিকার হতে যাচ্ছি’

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

পাকাতান হারাপান দলের সভাপতি আনোয়ার ইব্রাহিম/ছবি: সংগৃহীত

পাকাতান হারাপান দলের সভাপতি আনোয়ার ইব্রাহিম/ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার ক্ষমতাসীন পাকাতান হারাপান দলের সভাপতি আনোয়ার ইব্রাহিম বলেছেন, আবারও বিশ্বাসঘাতকতার শিকার হতে যাচ্ছি।

রোববার (২৩ ফেব্রুয়ারি) মালয়েশিয়ার স্থানীয় সংবাদমাধ্যম মালয়মেইলের এক প্রতিবেদন জানায়, আনোয়ার ইব্রাহিম আবারও বিশ্বাসঘাতকতার শিকার হতে যাচ্ছেন বলে ফেসবুক লাইভে জানিয়েছেন।

বিজ্ঞাপন

আনোয়ার ইব্রাহিম আরও বলেন, আজ রাতেই বিশ্বাসঘাতকতার সম্পূর্ণ হতে যাচ্ছে। আমরা সত্যিই হতবাক। কারণ ওয়াদা ভঙ্গ করে বিশ্বাসঘাতকতাই করা হচ্ছে আমার সঙ্গে।

এর আগে ২০১৮ সালে ক্ষমতায় আসে বিরোধীদলীয় জোট পাকাতান হারাপান। দলের সিদ্ধান্তে মাহাথির মোহাম্মদকে প্রধানমন্ত্রী পদে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। সিদ্ধান্ত মোতাবেক দুই বছর (২০১৮-২০২০) সাল পর দলের সভাপতি আনোয়ার ইব্রাহিমকে ক্ষমতা হস্তান্তর করবেন মাহাথির। কিন্তু বিদায় বেলায় সুর বদলেছেন মাহাথির। চলছেন উল্টো পথে।

বিজ্ঞাপন

শনিবার (২২ ফেব্রুয়ারি) গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মাহাথির বলেন, কে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সেটি সম্পূর্ণ আমার সিদ্ধান্ত। আর তার এমন বাঁকা সুর বলেই দিচ্ছেন আর যাই হোক ক্ষমতা ছাড়বেন না তিনি।