১৫ মে থেকে স্কুল-ধর্মীয় উপাসনালয় খুলবে অস্ট্রিয়া
অস্ট্রিয়ায় করোনভাইরাসের কারণে জারি করা লকডাউন ১৫ মে থেকে শিথিল করা হবে। ফলে রেস্টুরেন্ট, ক্যাফে এবং ধর্মীয় উপাসনালয় খোলা যাবে।
মঙ্গলবার (২১ এপ্রিল) অস্ট্রিয়ায় চ্যান্সেলর সেবাস্টিয়ান কার্টজ এ কথা জানিয়েছেন।
এক সংবাদ সম্মেলনে কার্টজ বলেন, ‘আমাদের দেশ অন্য দেশের তুলনায় স্বাভাবিক অবস্থার দিকে দ্রুত এগোচ্ছে’। দোকানে ক্রেতার সংখ্যা অবশ্যই সীমিত রাখতে হবে ও ক্রেতাদের অবশ্যই মাস্ক অথবা কাপড় দিয়ে মুখ ঢেকে রাখতে হবে। রাত ১১টা পর্যন্ত বার খোলা রাখা যাবে। ধর্মীয় কার্যাবলিও ১৫ মে থেকে চালু করা যাবে।
কার্টজ বলেন, মাস্ক পরাকে স্বাভাবিক জীবনযাপনের একটি অংশ করে নিতে হবে। ইতোমধ্যে গণপরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী মে মাসের শুরুর দিকে শেষ বর্ষের শিক্ষার্থীদের জন্য সেকেন্ডারি স্কুল চালু করা হবে। ধাপে ধাপে অন্যান্য বর্ষের শিক্ষার্থীদের ক্লাসও শুরু হয়ে যাবে।
এক মাসেরও বেশি সময় আগে করোনাভাইরাস বিস্তারের প্রাথমিক পর্যায়ে দেশটি রেস্টুরেন্ট, বার, থিয়েটার, অপরিহার্য নয় এমন দোকান এবং অন্যান্য জনসমাগমপূর্ণ স্থান বন্ধ ঘোষণা করে। জনগণকে বাড়িতে অবস্থান করতে ও যতটা সম্ভব বাড়ি থেকে কাজ করার জন্যও বলা হয়।
একইসঙ্গে লকডাউন তোলার ক্ষেত্রেও এগিয়ে রয়েছে দেশটি। এক সপ্তাহ আগে ছোটখাটো যন্ত্রপাতির দোকান, নার্সারি এবং ৪০০ বর্গ মিটারের চেয়ে ছোট পরিসরের দোকান খোলার অনুমতি দেওয়া হয়। শপিং মল, বড় দোকান এবং সেলুন মে মাসের ১ তারিখ থেকে চালু করা যাবে বলেও জানানো হয়েছে।