ব্যাংকনোট ও কয়েন ২০ দিন কোয়ারেন্টাইনে রাখবে সৌদি আরব
করোনভাইরাস ছড়ানো ঠেকাতে স্থানীয় এবং আন্তর্জাতিক উৎস থেকে প্রাপ্ত ব্যাংকনোট এবং কয়েন ২০ দিন পৃথক করে রাখবে (কোয়ারেন্টাইন/সঙ্গরোধ) সৌদি আরব মুদ্রা কর্তৃপক্ষ (সামা)।
কর্তৃপক্ষ জানিয়েছে, অর্থ প্রদানের ইলেক্ট্রনিক সরঞ্জামগুলোর মাধ্যমে ভাইরাসটি ছড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। এজন্য নগদ অর্থ কোথা থেকে এসেছে, তার ওপর নির্ভর করে নোট ও কয়েন ১৪ থেকে ২০ দিন পর্যন্ত সিল করা ইউনিটে আলাদা করে রাখা হবে। স্বাস্থ্য ঝুঁকি আরও কমাতে অতিরিক্ত পদক্ষেপও নেওয়া হবে।
সামা বলছে, নোট আর কয়েনগুলোকে বিশেষ ব্যবস্থায় জীবাণুমুক্ত করে নিরাপদ ব্যবহারের উপযোগী করা হবে। এরপর কর্তৃপক্ষের নির্ধারণ করা মানদণ্ড অনুযায়ী সয়ংক্রিয় মেশিনের মাধ্যমে বাছাই করে নোংরা ও অনুপযোগী নোটগুলো তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হবে।
নিরাপদ নোট এবং কয়েনগুলো কর্তৃপক্ষের কোষাগারে সংরক্ষণ করা হবে এবং অনুরোধের ভিত্তিতে ব্যাংকগুলোতে বিতরণ করা হবে, যাতে এগুলো দীর্ঘ সময়ের জন্য আইসোলেশনে রাখা যায়।