অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে করোনাভাইরাস বিপর্যয়
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত ৬৭১ জনের খোঁজ পাওয়ার পর এটিকে ‘দুর্যোগ’ বলে ঘোষণা করেছে স্টেট প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুজ।
রোববার (২ আগস্ট) এক সংবাদ সম্মেলনে ভিক্টোরিয়ার স্টেট প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুজ এ ঘোষণা দেন। করোনাভাইরাসের মহামারির বিস্তার রোধে এ রাজ্যে আবারও লকডাউন আরোপ করা হয়েছে।
বিবিসির খবরে বলা হয়েছে, রোববার থেকে নিষেধাজ্ঞাগুলো কার্যকর হবে।
নতুন নিয়মের আওতায় রাজ্যের রাজধানী মেলবোর্নের বাসিন্দারা সন্ধ্যা থেকে সকাল ৮টা পর্যন্ত কারফিউর আওতাভুক্ত থাকবে। এই সময়ের মধ্যে রাজ্যের বাসিন্দারা তাদের বাড়ি থেকে বের হতে পারবে না। একমাত্র চিকিৎসা সেবা ছাড়া।
নতুন নিয়মের অধীনে, পরিবারের প্রতি একজন ব্যক্তিকে প্রয়োজনীয় জিনিস কিনতে দিনে একবার বাড়ি থেকে বাইরে যেতে দেওয়া হবে এবং তাদের অবশ্যই বাড়ির ৫ কিলোমিটার মধ্যে থাকতে হবে।
করোনাভাইরাস রোধে প্রাথমিক সাফল্যের পরে অস্ট্রেলিয়ায় অন্যান্য অনেক দেশের তুলনায় কম সংখ্যক রোগী শনাক্ত হয়েছে। অস্ট্রেলিয়ায় এখন পর্যন্ত ১৭০০০ সংক্রমণ এবং ২০০ জনের মৃত্যু হয়েছে।
তবে ভিক্টোরিয়ায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে করোনাভাইরাস দ্রুত বাড়ছে।