মক্কা ও মদিনার জুমার খুতবার অনুবাদ শোনার সুযোগ

  • ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

১৫ অক্টোবর মসজিদে হারামে খুতবা দিচ্ছেন শায়খ ড. ইবরাহিম আশ শোরাইম ও মসজিদে নববিতে খুতবা দিচ্ছেন- শায়খ ড. সালাহ বিন মুহাম্মাদ আল বুদাইর

১৫ অক্টোবর মসজিদে হারামে খুতবা দিচ্ছেন শায়খ ড. ইবরাহিম আশ শোরাইম ও মসজিদে নববিতে খুতবা দিচ্ছেন- শায়খ ড. সালাহ বিন মুহাম্মাদ আল বুদাইর

 

মুসলমানদের কাছে অত্যন্ত সম্মানিত দুই মসজিদ হলো- মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববি। প্রায় মুসলমানেরই মনে আকাঙ্খা থাকে জীবনে একবার হলেও মক্কা-মদিনা জিয়ারত করার। যারা দেশ-দুনিয়া ও সম্পর্কে খবর রাখেন, তারা উৎসুক থাকেন- মক্কা-মদিনার বিভিন্ন খবর রাখার। এরই অংশ হিসেবে অনেকে মক্কা-মদিনায় দেওয়া জুমার খুতবা শোনা ও সেখান থেকে জ্ঞানার্জনের চেষ্টা করেন।

বিজ্ঞাপন

চলতি বছর পবিত্র হজের সময় আরাফার ময়দানে প্রদত্ত হজের খুতবা অনুবাদের পর এবার প্রতি সপ্তাহে অনুষ্ঠিত জুমার খুতবা অনুবাদ শুরু করেছে পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদ।

ইতিমধ্যে মক্কার মসজিদে হারামে দেওয়া খুতবা ইংরেজি, ফরাসি, উর্দু, ফার্সি ও মালাই ভাষায় শোনার ব্যবস্থা করা হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে মদিনার মসজিদে নববিতে প্রদত্ত খুতবা ইংরেজি, উর্দু, তুর্কি, ফরাসি, মালাই, হাউসা ও বাংলা ভাষায় শোনার ব্যবস্থা করা হয়েছে। মুল খুতবা আরবিতে দেওয়ার সময় সংশ্লিষ্ট ভাষায় অনুবাদ করা খুতবা শোনার জন্য এই লিংকে যেতে হবে- https://www.haramainsharifain.com/jummah-khutbah-translation-from-the-haramain/ লিংকে প্রবেশ করে উল্লেখিত ভাষার যেকোনো একটিতে ক্লিক করলে খুতবার অনুবাদ শোনা যাবে।

এদিকে শ্রবণপ্রতিবন্ধীদের জন্য জুমার খুতবা ইশারা ভাষায় অনুবাদের ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া পবিত্র হজের সময় আরাফা প্রাঙ্গণে প্রদত্ত খুতবার অনুবাদ ইংরেজি, মালাই, উর্দু, ফার্সি, ফ্রেঞ্চ, চাইনিজ, তার্কিশ, রুশ, হাউসা, বাংলাসহ মোট ১০টি ভাষায় অনূদিত হয়। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের হজ ও ওমরাযাত্রীদের সার্বক্ষণিক তাদের নিজস্ব ভাষায় সেবা দেওয়া হয়।