হাব সভাপতি তসলিমকে সম্মাননা স্মারক দিল সৌদি সরকার



ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম
হাব সভাপতি তসলিমকে শুভেচ্ছা সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন সৌদি উপমন্ত্রী, ছবি: সংগৃহীত

হাব সভাপতি তসলিমকে শুভেচ্ছা সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন সৌদি উপমন্ত্রী, ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

পবিত্র হজ ব্যবস্থাপনায় বিশেষ অবদানের স্বীকৃতস্বরূপ সৌদি সরকার হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিমকে বিশেষ সম্মাননা জানিয়েছে।

সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয়ের উপমন্ত্রী ড. আল হাসান আল মানাখরা হাব সভাপতিকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন। এ সময় সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়ের ডিজি ড. বদর আল সোলায়মানি উপস্থিত ছিলেন।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে সৌদি উপমন্ত্রী বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও সৌদি আরবে হাব সভাপতির ভূমিকার প্রশংসা করেন। সেই সঙ্গে ২০২৪ সালের হজে সৌদি মোয়াল্লিমদের সেবা প্রদানে কোনো অনিয়ম হয়ে থাকলে, তা জানতে চান; দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন।

চলতি বছরের হজে কংকর নিক্ষেপের জন্য জামারাতে প্রবেশের সময় অব্যবস্থাপনাসহ কিছু সৌদি মোয়াল্লিমের গাফিলতির বিষয়ে সৌদি উপমন্ত্রীকে হাব সভাপতি অবহিত করেন। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে ড. আল হাসান আল মানাখরা বলেন, আগামী (২০২৫) হজের বিষয়ে একটি রোডম্যাপ শীঘ্রই প্রকাশ করা হবে। এ সময় তিনি আল্লাহর মেহমানদের কল্যাণে আগামীতে একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন এবং হাজিদের কষ্ট লাঘবে কি কি করা যায়- এ বিষয়ে হাব সভাপতির মতামত ও পরামর্শ প্রত্যাশা করেন।

সম্মাননা গ্রহণ শেষে হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম বলেন, ই-হজ ব্যবস্থাপনার কারণে বাংলাদেশের হজযাত্রী ও হজ এজেন্সিগুলোর কষ্ট লাঘব হয়েছে। আগে হজযাত্রীদের বাড়ি ভাড়ার চুক্তি ও হজ ভিসার বারকোডের জন্য এজেন্সিকে মক্কার মোয়াসসাসায় দিনের পর দিন লাইনে দাঁড়িয়ে অমানবিক কষ্ট করতে হতো। সৌদি সরকারের ই-হজ ব্যবস্থাপনা চালুর পর এখন আর এমন ভোগান্তি নাই- বলে হাব সভাপতি উল্লেখ করেন।

হাব সভাপতি সৌদি সরকারের ডিজিটাল হজ ব্যবস্থাপনা, মোয়াল্লেম সিলেকশন, বাড়ি ভাড়া, ট্রান্সপোর্ট, পেমেন্ট ও ই-ভিসা ইত্যাদি সহজ করার জন্য সৌদি সরকারকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশি হজযাত্রীদের কল্যাণে ই-হজ ব্যবস্থাপনা চালু করেছেন। এর মাধ্যমে হজ ব্যবস্থাপনার বাংলাদেশ পর্বও সহজ হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজযাত্রীদের কল্যাণে সার্বক্ষণিক হজ কার্যক্রম ব্যক্তিগতভাবে তদারকি করেন বলে সৌদি উপমন্ত্রীকে হাব সভাপতি অবহিত করেন।

এম শাহাদাত হোসাইন তসলিম তার বক্তব্যে ২০২৪ সালের হজে সার্বিক সহযোগিতা, বিশেষ করে সময় শেষ হয়ে যাওয়ার পরও হজ ভিসা ইস্যু চালু রাখার জন্য সৌদি হজ ও উমরা উপমন্ত্রীকে ধন্যবাদ জানান। এ সময় তিনি মহামান্য সৌদি বাদশাহ, ক্রাউন প্রিন্স, হজ ও উমরাহ মন্ত্রী, ভাইস মিনিস্টারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতার বার্তা পৌঁছাতে উপমন্ত্রীকে অনুরোধ করেন।

বাংলাদেশ ও সৌদি আরবের দ্বি-পাক্ষিক সম্পর্ক উল্লেখে করে হাব সভাপতি বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ এবং হাবকে সম্মানিত করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

তাসবিহে ফাতেমির অবাক করা ফজিলত



ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম
তাসবিহে ফাতেমি, ছবি: সংগৃহীত

তাসবিহে ফাতেমি, ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল তাসবিহে ফাতেমি, যা মুমিনরা পাঁচ ওয়াক্ত নামাজের পর এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে আমল করে থাকেন। তাসবিহে ফাতেমি হলো- বিশেষ কিছু জিকির, যা নবী কারিম (সা.) তার কলিজার টুকরা কন্যাকে শিক্ষা দিয়েছেন।

হাদিস শরিফে বর্ণিত আছে, হজরত আলী (রা.) বলেন, একবার ফাতেমা (রা.) জাঁতা (গম পেষার যন্ত্র বিশেষ) ব্যবহারে তার হাতে যে কষ্ট পেতেন তার অভিযোগ নিয়ে নবী কারিম (সা.)-এর কাছে এলেন। কেননা তার কাছে নবী (সা.)-এর নিকট কিছু দাস আসার খবর পৌঁছে ছিল।

কিন্তু তিনি নবী (সা.)-কে পেলেন না। তিনি তার অভিযোগ আম্মাজান আয়েশা (রা.)-এর কাছে বলেন। নবী কারিম (সা.) ঘরে এলে হজরত আয়েশা (রা.) বিষয়টি তাকে জানালেন।

হজরত আলী (রা.) বলেন, রাতে আমরা যখন শুয়ে পড়েছিলাম, তখন তিনি (নবীজি) আমাদের কাছে এলেন। আমরা উঠতে চাইলাম, কিন্তু তিনি বলেন, তোমরা উভয়ে নিজ স্থানে থাকো। তিনি এসে আমার ও ফাতেমার মাঝখানে বসলেন। এমনকি আমি আমার পেটে তার দুই পায়ের শীতলতা উপলব্ধি করলাম। তারপর তিনি বললেন, তোমরা যা চেয়েছ তার চেয়ে কল্যাণকর বিষয় সম্পর্কে তোমাদের কি জানাবো না? তোমরা যখন তোমাদের শয্যাস্থানে যাবে, অথবা বললেন, তোমরা যখন তোমাদের বিছানায় যাবে, তখন তেত্রিশবার ‘সুবহানাল্লাহ’, তেত্রিশবার ‘আলহামদুলিল্লাহ’ এবং চৌত্রিশবার ‘আল্লাহু আকবার’ বলবে। এটা খাদেম অপেক্ষা তোমাদের জন্য অধিক কল্যাণকর। -সহিহ বোখারি : ৫৩৬১

সুবহানাল্লাহ, এই বিশেষ জিকিরগুলো, বিভিন্ন সময় বিভিন্নভাবে করার নির্দেশনা হাদিসে পাওয়া যায়, প্রতিটিতেই এই আমলটির বিশেষ ফজিলত আছে। যেমন প্রতি নামাজের পর এই আমল করলে সাগরের ফেনা পরিমাণ গোনাহ ক্ষমা করে দেওয়া হয়।

হজরত আবু হুরায়রা (রা.) বলেন, হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি প্রতি ওয়াক্ত নামাজের শেষে তেত্রিশবার আল্লাহর তাসবিহ (সুবহানাল্লাহ) বা পবিত্রতা বর্ণনা করবে, তেত্রিশবার আল্লাহর তামহিদ (আলহামদুলিল্লাহ) বা আল্লাহর প্রশংসা করবে এবং তেত্রিশবার তাকবির বা আল্লাহর মহত্ত্ব (আল্লাহু আকবার) বর্ণনা করবে আর এভাবে নিরানব্বইবার হওয়ার পর শততম পূর্ণ করতে বলবে ‘লা-ইলা-হা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা-শারিকা লাহু লাহুল মুল্কু ওয়ালাহুল হাম্দু ওয়াহুওয়া আলা-কুল্লি শাইয়িন্ ক্বাদির’ অর্থাৎ আল্লাহ ছাড়া প্রকৃত কোনো উপাস্য নেই। তিনি একক ও তার কোনো অংশীদার নেই।

সার্বভৌম ক্ষমতার অধিকারী একমাত্র তিনিই। সব প্রশংসা তারই প্রাপ্য। তিনি সব কিছু করতে সক্ষম- তার গোনাহসমূহ সমুদ্রের ফেনারাশির মতো অসংখ্য হলেও ক্ষমা করে দেওয়া হয়। -সহিহ মুসলিম : ১২৩৯

অন্য হাদিসে ইরশাদ হয়েছে, হজরত কাব ইবনে উজরা (রা.) বলেন, হজরত রাসুলুল্লাহ (সা.) বলেছেন, এমন কতগুলো তাসবিহ রয়েছে যার পাঠকারী তার সওয়াব থেকে বঞ্চিত হবে না। প্রত্যেক নামাজের পর সে সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার এবং আল্লাহু আকবর ৩৪ বার বলবে। -সুনানে নাসায়ি : ১৩৪৯

;

মদিনার আল-সাফিয়া জাদুঘর দেখতে হাজিদের ভিড়



ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম
আল-সাফিয়া জাদুঘর মদিনা, ছবি: সংগৃহীত

আল-সাফিয়া জাদুঘর মদিনা, ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

পবিত্র হজ শেষে হাজিদের অনেকেই মদিনা সফর করছেন। মদিনায় ঐতিহাসিক জায়গাগুলো ঘুরে দেখার পাশাপাশি তারা দেখছেন আল সাফিয়া জাদুঘর ও পার্ক।

মদিনায় অবস্থিত আল সাফিয়া জাদুঘর ও পার্কটি ইতিহাস সন্ধানী দর্শনার্থীদের মনোযোগের কেন্দ্রে পরিণত হয়েছে। জাদুঘরের মনোমুগ্ধকর পরিবেশ এবং দর্শনার্থীদের জন্য শিক্ষা ও বিনোদনমূলক নানা কার্যক্রম দেখতে অনেকেই ছুটে আসেন মদিনায়।

পবিত্র নগরীর ঐতিহ্যের সঙ্গে সঙ্গতি রেখে জাদুঘরটি স্থাপত্য নকশা করা হয়েছে। রয়েছে একটি বড়সড় প্রদর্শনী হল, আকর্ষণীয় ফোয়ারা, সাংস্কৃতিক উদ্যান, কৃত্রিম জলপথ, শপিং সেন্টার, রেস্তোরাঁ, ক্যাফে এবং অন্যান্য বিনোদনমূলক ব্যবস্থা। জাদুঘরটি ৪ হাজার ৪০০ বর্গমিটারেরও বেশি এলাকাজুড়ে নির্মিত ভবনে মদিনার মসজিদে নববির দক্ষিণে অবস্থিত।

জাদুঘরের বিভিন্ন পয়েন্টে সাউন্ড সিস্টেমসহ বড় পর্দা বসানো হয়েছে দর্শনার্থীদের আনন্দের জন্য। সারা বিশ্ব থেকে আসা দর্শনার্থীরা মদিনায় অবস্থানকালে আল সাফিয়া জাদুঘর পরিদর্শন করে জ্ঞানকে সমৃদ্ধ করতে পারেন।

জাদুঘরে দর্শনার্থীদের ভিড়, ছবি: সংগৃহীত

এই জাদুঘরের বিশেষত্ব হলো- মহাবিশ্বের সূচনাসহ সৃষ্টিজগতের ওপর বহু ভাষার ডকুমেন্টারি। এ ছাড়া রয়েছে নবী-রাসুলদের গল্প। মহাবিশ্বের সূচনা সম্পর্কে একাধিক ভাষার প্রতিবেদন। বিস্তৃত ডিসপ্লেতে উপস্থাপিত এসব ডকুমেন্টারি আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হয়েছে। এখানকার প্রদর্শনীতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

মদিনা অঞ্চল উন্নয়ন কর্তৃপক্ষের প্রচেষ্টায় স্থাপিত প্রকল্পটি দর্শনার্থীদের জন্য ধর্মীয় ঐতিহ্যের জ্ঞান বৃদ্ধির পাশাপাশি সাংস্কৃতিক আগ্রহ বাড়ায়।

চলতি বছরের মার্চ মাসে জাদুঘরটি উদ্বোধন করেন মদিনার গভর্নর এবং মদিনা অঞ্চল উন্নয়ন কর্তৃপক্ষের (এমডিএ) চেয়ারম্যান প্রিন্স সালমান বিন সুলতান।

এ সময় উপস্থিত ছিলেন সৌদি আরবের হজ ও উমরা বিষয়ক মন্ত্রী তওফিক আল-রাবিয়া, মদিনার ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন খালিদ আল-ফয়সাল।

জাদুঘর উদ্বোধনকালে মদিনার গভর্নর বলেন, আল-সাফিয়া জাদুঘর সভ্যতা ও জ্ঞানের একটি নতুন উৎস এবং মদিনার ইতিহাসে একটি স্বতন্ত্র চিহ্নের প্রতিনিধিত্ব করে। এটা দর্শনার্থীদের ধর্মীয় অভিজ্ঞতাকে সমৃদ্ধ ও গভীর করতে বিশাল ভূমিকা রাখবে।

;

এখনও এমন প্রতিবেশী আছে!



ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম
নিমার্ণকাজের জন্য দুঃখ প্রকাশ করে টানানো সাইনবোর্ড, ছবি: সংগৃহীত

নিমার্ণকাজের জন্য দুঃখ প্রকাশ করে টানানো সাইনবোর্ড, ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

‘আমার প্রিয় প্রতিবেশী! নবী মুহাম্মদ (সা.) প্রতিবেশীদের অধিকার সম্পর্কে স্পষ্ট ঘোষণা দিয়েছেন। বাড়ির নির্মাণ কাজের জন্য আপনাদের যে ঝামেলা হচ্ছে, যেসব অসুবিধার মুখোমুখি হতে হচ্ছে- সে জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আশা করি, নিমার্ণকাজ কাজ শিগগিরই শেষ হবে এবং আমি আবার আপনার সুন্দর এলাকায় থাকতে পেরে সম্মানিতবোধ করব। কোনো অভিযোগ থাকলে আমার দেওয়া নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছি। আপনার ভাই, সালমান আল-সুলামি।’

সৌদি আরবের এক ব্যক্তি তার নির্মাণাধীন বাড়ির সামনে এমন একটি ব্যানার লাগিয়েছেন তার প্রতিবেশীদের উদ্দেশে। যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে, বাড়ির নির্মাণ কাজ চলাকালে উচ্চ আওয়াজসহ নানা রকম সমস্যার মুখোমুখি হতে হবে প্রতিবেশীদের। এর ফলে, ইসলাম ঘোষিত প্রতিবেশীর অধিকার ক্ষুণ্ণ হবে। এ জন্য এভাবে বাড়ি নির্মাতা ক্ষমা চেয়েছেন অন্য প্রতিবেশীদের কাছে।

এ ঘটনাকে অনেকে বিরল বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই সাইনবোর্ডের ছবি পোস্ট করেছেন। ছবিটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

তবে ঘটনাটি সৌদি আরবের কোন অঞ্চলের তা জানা যায়নি।

একজন লিখেছেন, যেকোনো বিষয়ে ক্ষমা বা দুঃখ প্রকাশ অবশ্যই আন্তরিকতার সঙ্গে চাওয়া উচিত। অন্যথায়, এর উদ্দেশ্য নষ্ট হয়। এখানে লিখিত প্রতিটি শব্দে আন্তরিকতা প্রকাশ পেয়েছে।

নির্মাণকাজ সর্বদাই প্রতিবেশী এবং এলাকার বাসিন্দাদের বিরক্তির কারণ হয়। বিরক্তিকর নানা শব্দ আরামের ব্যাঘাত ঘটায়। এটা নতুন কিছু নয়। কেউ তা অনুধাবণ করেন, কেউ করেন না। সালমান আল সুলামি যে মানবিক ভঙ্গিতে সাইনবোর্ডে দুঃখপ্রকাশ করেছেন, তা শিক্ষণীয়।

আল বাকি নামের একজন লিখেছেন, ‘সালমান! আপনি চমৎকার একটি বিষয় উল্লেখ করেছেন। আমি আশা করি, আমাদের বিরক্তিকর প্রতিবেশীরা আপনার কাছ থেকে রুচি ও পরিশীলিত আচরণ শিখবে।’

;

মসজিদে নববিতে বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য আরও উন্নত সেবা



ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম
মসজিদে নববিতে প্রতিবন্ধী ও বৃদ্ধদের নামাজের স্থান, ছবি: সংগৃহীত

মসজিদে নববিতে প্রতিবন্ধী ও বৃদ্ধদের নামাজের স্থান, ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

মসজিদে নববিতে নামাজ আদায় ও রাসুলের রওজায় সালাম পেশসহ জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসল্লি মদিনায় জমায়েত হন। তাদের মাঝে অনেকেই এমন আছেন, যারা শারীরিকভাবে অন্যদের চাইতে আলাদা। তারা অন্যদের মতো চলাফেরা করতে পারেন না। এই প্রতিবন্ধী মানুষদের জন্য মসজিদে হারামের পরিচালনা পরিষদ সেবার পরিধি বাড়িয়েছে।

‘দ্য জেনারেল অথরিটি ফর দ্য অ্যাফেয়ার্স অফ টু হলি মস্ক’ মদিনার মসজিদে নববিতে আগত বয়স্ক ও প্রতিবন্ধীদের সর্বোচ্চ এবং সর্বোত্তম সেবা প্রদানের জন্য কাজ করছে। এরই অংশ হিসেবে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইল পদ্ধতির কোরআনে কারিমের পাণ্ডুলিপির ব্যবস্থাসহ প্রতিবন্ধীদের পথ দেখানোর জন্য বিশেষ গাইড নিয়োগ করা হয়েছে।

সম্প্রতি বয়স্ক ও চলাচলে অক্ষম প্রতিবন্ধীদের জন্য মসজিদের প্রবেশপথগুলোর কাছে দশটি নামাজের জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছে।

বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য নির্দিষ্ট করা জায়গাগুলো হলো- মসজিদে নবরি উত্তর সম্প্রসারণে চারটি, পশ্চিম সম্প্রসারণে তিনটি এবং পূর্ব সম্প্রসারণে তিনটি। স্থানগুলো বিশেষভাবে ঘেরাও করে রাখা এবং সেখানে বিশেষ চিহ্ন সম্বলিত সাইনবোর্ডও রয়েছে।

এ ছাড়া মসজিদে নববির ছাদে শ্রবণ প্রতিবন্ধী এবং মূকদের জন্য বিশেষ কক্ষ প্রস্তুত করা হয়েছে। যেখানে ১০০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারেন। এখানে উপস্থিত মুসল্লিদের সাংকেতিক ভাষায় ব্যাখ্যার মাধ্যমে জুমার খুতবার বিষয়বস্তু বোঝানের ব্যবস্থা রয়েছে।

এসব সেবার বাইরে বৃদ্ধ ও অসুস্থ মুসল্লিদের চলাচলের জন্য বিনামেূল্যে ইলেকট্রিক গলফ কার্ট, হুইলচেয়ার রয়েছে মসিজদে নববির প্রবেশপথগুলোতে। মসজিদে নববিতে অন্তত ১ হাজার হুইল চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। সমাগত বয়স্ক ও অসুস্থ মুসল্লিদের সেবাদানের জন্য এ ব্যবস্থা করেছে মসজিদে নববি কর্তৃপক্ষ। ১ হাজার হুইল চেয়ারের পাশাপাশি মসজিদের অভ্যন্তরে ও আঙ্গিনায় আরও ১০ হাজার সাধারণ চেয়ারের ব্যবস্থা রাখা হয়েছে। যাতে জিয়ারতকারীরা আরামের সঙ্গে ইবাদত-বন্দেগি করতে পারেন।

;