অধিক উপকারী সহজ কিছু আমল

  • ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অধিক উপকারী সহজ কিছু আমল, ছবি: সংগৃহীত

অধিক উপকারী সহজ কিছু আমল, ছবি: সংগৃহীত

আল্লাহতায়ালা অতি দয়ালু ও মেহেরবান। তার দয়া ও রহমতের কোনো শেষ নেই। তাই বান্দার কোনো কোনো ছোট আমলে তিনি সন্তুষ্ট হয়ে যান। তখন তিনি বান্দাকে ওই আমলের বিনিময়ে অনেক প্রতিদান দেন। তাই ফরজ-ওয়াজিব আমলের পাশাপাশি ছোট ছোট নেক আমল করা দরকার। এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো সৎ কাজকে কখনো তুচ্ছ জ্ঞান করবে না। যদিও তা হয় তোমার ভাইয়ের সঙ্গে হাসিমুখে সাক্ষাত। সহিহ মুসলিম

তাই উল্লেখযোগ্য কোনো কষ্ট ছাড়া সহজে অধিক উপকারী কিছু আমলের কথা উল্লেখ করা হলো-

অজুর পর কালেমা কালেমা শাহাদত পাঠ করা
প্রত্যেক অজুর পর কলেমা শাহাদত পাঠ করা। উচ্চারণ: আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ। এই আমলের বিনিময়ে জান্নাতের আটটি দরজার যেকোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। -সহিহ মুসলিম: ৪৪১

বিজ্ঞাপন

সূরা মুলক পাঠ করা
প্রতি রাতে সূরা মুলক (৬৭ নম্বর সূরা) পাঠ করুন। এতে কবরের শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবেন। -নাসাঈ: ৩৮৩৯

সূরা ইখলাস পাঠ
সূরা ইখলাস তিনবার পড়লে পুরো কোরআন খতমের সওয়াব পাওয়া যায়। -সহিহ বোখারি: ৫০১৫

বিজ্ঞাপন

সুতরাং যত খুশি পড়ুন, চাইলেই প্রতিদিন শত শতবার কোরআনে কারিম খতমের সওয়াব পেতে পারেন।

সকাল-সন্ধ্যার আমল
এক. সকালে ও বিকেলে ১০০ বার করে ‘সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি’ পাঠ করুন। এই তাসবিহ পাঠের বরকতে আল্লাহতায়ালা আপনাকে সৃষ্টিকুলের সমস্ত মানুষ থেকে বেশি মর্যাদা দান করবেন। -সুনানে আবু দাউদ: ৫০৯১

দুই. সকালে ১০০ বার ও সন্ধ্যায় ১০০ বার ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’ পাঠ করুন। এতে কিয়ামতের দিন আপনার চেয়ে বেশি সওয়াব নিয়ে আর কেউ উপস্থিত হতে পারবে না। - সহিহ মুসলিম: ৬৫৯৯

বাজারে প্রবেশের সময় পাঠ করুন
বাজারে প্রবেশ করে এই দোয়া পাঠ করুন। উচ্চারণ: ‘লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমিতু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুত, বিইয়াদিহিল খাইরু ওয়াহুয়া আলা কুল্লি শাইয়িন কাদির।

এই দোয়া পাঠ করলে ১০ লাখ সওয়াব হবে, ১০ লাখ পাপ মোচন হবে, ১০ লাখ মর্যাদা বৃদ্ধি হবে এবং জান্নাতে আপনার জন্য একটি গৃহ নির্মাণ করা হবে। -তিরমিজি: ৩৪২৮

বাড়িতে প্রবেশের সময় সালাম দেওয়া
বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করুন। এই আমলের দরুণ আল্লাহতায়ালা নিজ জিম্মাদারিতে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। -ইবনে হিব্বান: ৪৯৯

তাকবিরে উলার সঙ্গে নামাজ আদায়
জামাতে ইমামের প্রথম তাকবিরের সঙ্গে ৪০ দিন নামাজ আদায় করুন। এতে আপনি নিশ্চিত জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন। -তিরমিজি: ২৪১

শুক্রবারের আমল
জুমার দিন গোসল করে হেঁটে আগে আগে মসজিদে গিয়ে ইমামের পাশাপাশি বসে মনোযোগের সঙ্গে খুতবা শুনলে বাড়ি থেকে হেঁটে আসার প্রতি কদমে এক বছর সারারাত তাহাজ্জুদ নামাজ পড়া এবং এক বছর টানা রোজা পালন করার সওয়াব পাবেন। -তিরমিজি: ৪৯৬

নারীদের বিশেষ আমল
নারীরা চারটি কাজ করবেন। ১. পাঁচ ওয়াক্ত নামাজ আদায়, ২. রমজানের রোজা পালন, ৩. লজ্জাস্থানের হেফাজত ও ৪. স্বামীর আনুগত্য। এই চার আমলের বিনিময়ে জান্নাতের যেকোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। -সহিহ ইবনে হিব্বান: ৪১৬৩

ফজরের পরের আমল
মসজিদে ফজরের নামাজ আদায় করে বসে দোয়া-জিকির পাঠ করুন এবং সূর্য উঠে গেলে দুই রাকাত ইশরাকের নামাজ আদায় করুন। এতে আপনি প্রতিদিন নিশ্চিত কবুল একটি হজ ও একটি উমরার সওয়াব পাবেন আর কবুল হজের সওয়াব জান্নাত ছাড়া আর কিছু নয়। -তিরমিজি: ৫৮৬