৮১ শতাংশ কার্বন নিঃসরণ কমাবে যুক্তরাজ্য: স্টারমার

  • জীবন ও প্রকৃতি, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

৮১ শতাংশ কার্বন নিঃসরণ কমাবে যুক্তরাজ্য: স্টারমার

৮১ শতাংশ কার্বন নিঃসরণ কমাবে যুক্তরাজ্য: স্টারমার

বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী গ্রিন হাউস গ্যাস (কার্বন নিঃসরণ) নির্গমন এবং তা জলবায়ু পরিবর্তনে ক্ষতিকর প্রভাব ফেলছে জানিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টিমার বলেছেন, যুক্তরাজ্য ২০৩৫ সাল নাগাদ গ্রিন হাউস গ্যাস নির্গমন মাত্রা ৮১ শতাংশ কমিয়ে আনবে। এটি ১৯৯০ সালের গ্রিন হাউস নির্গমনের সমান।

এশিয়া ও ইউরোপভুক্ত (ইউরেশিয়া) দেশ আজারবাইজানের রাজধানী বাকুতে চলমান জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন- কপ২৯ উপস্থিত হয়ে কিয়ের স্টিমার এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

বুধবার (১৩ নভেম্বর) কপ-২৯-এর বরাত দিয়ে ইস্টার্ন আই সাময়িকী এ তথ্য জানায়।

ইস্টার্ন আইয়ের প্রতিবেদনে বলা হয়, আজারবাইজানের স্থানীয় সময় মঙ্গলবার (১২ নভেম্বর) কপ২৯-এ উপস্থিত হয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেন, জলবায়ু পরিবর্তন বিষয়ে যুক্তরাজ্য উচ্চাভিলাষী তবে বাস্তবায়নযোগ্য একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সেটি হলো, ২০৩৫ সাল নাগাদ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী গ্রিন হাউস গ্যাসের নির্গমন মাত্রা ৮১ শতাংশ হ্রাস করবে, যা ১৯৯০ সালে বিরাজমান নির্গমনের সমান।

বিজ্ঞাপন

স্টারমার জানান, কপ২৯-এ যোগ দেওয়ার আগে তিনি জলবায়ু পরিবর্তন বিষয়ে উপদেষ্টাদের সঙ্গে সিরিজ বৈঠক করেছেন।

সম্মেলনে স্টারমার আরো বলেন, যুক্তরাজ্য জলবায়ু পরিবর্তনের অভিযাত্রার পাশে নয়, একবারে সামনের সারিতে থেকেই নেতৃত্ব দেবে। পরিবেশ রক্ষা বাদ দিয়ে জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা বা বিশ্ব নিরাপত্তা রক্ষা করা সম্ভব নয়।

যুক্তরাজ্য পুনর্ব্যবহারযোগ্য জ্বালানিতে অগ্রাধিকার দিয়েছে জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেন, নতুন করে তেল, গ্যাস অনুসন্ধানে আর কোনো কোম্পানিকে লাইসেন্স দেওয়া হবে না।

তিনি আরো উল্লেখ করেন, যুক্তরাজ্যই প্রথম দেশ যে কিনা চলতি বছরের সেপ্টেম্বর মাসে কয়লাচালিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বন্ধ করে দিয়েছে।

যুক্তরাজ্যের উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রার বিষয়ে স্টারমার বলেন, কার্বন হ্রাসে যুক্তরাজ্য তার জনগণকে বাধ্য করবে না। রাষ্ট্র কখনোই তাদের বলবে না যে, তারা কীভাবে জীবনযাপন করবেন!

তিনি বলেন, আমরা জনগণকে নির্দেশ দিতে পারি না যে, তারা কী করবেন!

তবে কপ২৯-এ কিয়ের স্টারমার বলেন, আন্তর্জাতিক এভিয়েশন ও শিপিংয়ের ক্ষেত্রে যে কার্বন নির্গমন হয়, তা লক্ষ্যমাত্রার বাইরে থাকবে।

প্রসঙ্গত, লেবার প্রশাসনের আগে কনজারভেটিভ দল ২০২১ সালে প্রতিশ্রুতি দিয়েছিল যে, তারা ১৯৯০ সালের কার্বন নির্গমনের মাত্রার তুলনায় ৭৮ শতাংশ হ্রাস করবে।

কিয়ের স্টারমারের নতুন লক্ষ্যমাত্রা জানার পর পরিবেশ অধিকার রক্ষা বিভিন্ন সংস্থা সতর্কভাবে স্বাগত জানিয়েছে।

পরিবেশ অ্যাডভোকেসি গ্রুপ ফ্রেন্ডস অব দ্য আর্থ-এর প্রধান রোজি ডাউনেস বলেন, কিয়ের স্টারমারের এ উদ্যোগ সঠিক পদক্ষেপ। তবে অবশ্যই একে মেঝের দিকে তাকিয়ে দেখতে হবে, সিলিংয়ের দিকে তাকিয়ে নয়!

উল্লেখ্য, কপ-২৯ (জলবায়ু পরিবর্তন সম্মেলন) ১১ নভেম্বর থেকে শুরু হয়েছে এবং তা চলবে ২২ নভেম্বর পর্যন্ত।