এবার গ্রীসে হাসুরা আক্তার রুমকির একক চিত্র প্রদর্শনী

  • লাইফস্টাইল ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

এবার গ্রীসে হাসুরা আক্তার রুমকির একক চিত্র প্রদর্শনী

এবার গ্রীসে হাসুরা আক্তার রুমকির একক চিত্র প্রদর্শনী

সময়ের গুণী শিল্পী হাসুরা আক্তার রুমকি এখন গ্রীসের এথেন্সে। সেখানে ক্লাব ফর ইউনেস্কোর আমন্ত্রণে ২ মে ছিলো তাঁর ২য় একক প্রদর্শনীর উদ্বোধনী।

ক্লাব ফর ইউনেস্কো অফ পাইরিয়াস অ্যান্ড আইল্যান্ডস অ্যান্ড ইন্টারন্যাশনাল "একশন আর্ট ক্লাব" এর আমন্ত্রণে " ফ্রিডম এন্ড পিস" শিরোনামে এই প্রদর্শনীতে তাঁর আঁকা মোট ১৮ টি চিত্রকর্ম স্থান পেয়েছে ।

বিজ্ঞাপন

হাসুরা আক্তার রুমকি জানান, গ্রীসে তাঁর এই প্রদর্শনী চলছে। পার্লামেন্ট মেম্বারসহ শহরের অনেক বিশিষ্ট ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিলেন । এবং ক্লাব ফর ইউনেস্কো অফ পিরাইউুস অ্যান্ড আইল্যান্ডস এর আয়োজনে ওয়ার্ল্ড পিস ডে-এর এক আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি । আগামী ২৭ মে তিনি দেশে ফিরবেন ।

কাজের প্রশংসা স্বরুপ তিনি পুরস্কারও পেয়েছেন । পুরস্কার প্রদান করেন গ্রিসের  রাষ্ট্রদূত আসুদ আহমেদ । প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট অব ক্লাব ফর ইউনেস্কো অফ পিরাইউুস অ্যান্ড আইল্যান্ডস এবং ইন্টা: অ্যাকশন আর্ট এর সিইও লোননিস মারোনিটিস । উদ্বোধনী অনুষ্ঠানে দ্য কালচারাল সেন্টার ‘আর্গো ’ পার্টিসিয়েটস উইথ ড্যান্সিং প্রোগ্রামে উপস্থিত ছিলেন তারা।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এর আগে হাসুরা আক্তার রুমকির ‘সেলফ অ্যান্ড আদার্স’ শীর্ষক শিল্পকর্ম প্রদর্শনী আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে দারুণ প্রশংসা পায়।