পর্যটন ভিসায় এসে চলচ্চিত্রে অভিনয় বন্ধে জিডি

  • সেন্ট্রাল ডেস্ক ২
  • |
  • Font increase
  • Font Decrease

পর্যটন ভিসায় বাংলাদেশে এসে মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া কেউ যেন চলচ্চিত্রে অভিনয় করতে না পারে সে বিষয়ে বনানী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বুধবার দুপুরে বনানী থানায় সাধারণ ডায়েরিটি করা হয়। এর আগে সকাল ১১টায় অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা, ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন- এফটিপিও'র সদস্য সচিব গাজী রাকায়েত বনানী থানায় হাজির হয়ে কর্তব্যরত অফিসারকে সাধারণ ডায়েরি করার কথা জানান। শুরুতে জিডি নিতে অস্বীকৃতি জানায় বনানী থানা। প্রায় ২ ঘণ্টার বাকবিতণ্ডার পর সাধারণ ডায়েরি নেন তারা। এ বিষয়ে কথা বলতে রাজি হননি বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরমান আলী। গাজী রাকায়েত বলেন, ‘আজকে যা করলাম এটা মামলা নয় শুধু মাত্র জেনারেল ডাইরি। এরপরে কেউ যদি অবৈধ ভাবে কাজ করতে আসে তাহলে আমরা থানার সাহায্য নেব।’