তেঁতুলিয়ায় নির্দেশ অমান্য করায় ৮ ব্যক্তিকে জরিমানা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পঞ্চগড়
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকায় করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি প্রশাসনের নির্দেশ অমান্য করার অপরাধে ৮ ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহার ভ্রাম্যমাণ আদালত এ আদেশ প্রদান করে।

ভ্রাম্যমাণ আদালতে পরিচালনাকালে উপজেলার বিভিন্ন এলাকায় প্রশাসনের নির্দেশ অমান্য ও স্বাস্থ্যবিধি না মানার অপরাধ ৮ ব্যক্তিকে ২ হাজার ২শ ৫০ টাকা জরিমানা করে এবং সচেতন করে সবাইকে মাস্ক প্রদান করে।

বিজ্ঞাপন

এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ মাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা জানান, আজ বিকেলের পর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় ও বাজারে স্বাস্থ্যবিধি ও মাস্ক পরিধান না করে অবাধে চলাফেরা ও প্রশাসনের নির্দেশ অমান্য করার অপরাধে ৮ ব্যক্তিকে জরিমানা করা হয়েছে এবং তাদের সচেনতামূলক উপদেশ প্রদান করে মাস্ক পরিধান করে দেয়া হয়েছে।

 
বিজ্ঞাপন