বিধবার ২ ঘর আগুনে পুড়ে ছাই
মাগুরার মহম্মদপুর উপজেলার নোহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামে মালঞ্চ বিবি নামে এক বিধবার দুটি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। মালঞ্চ বিবি ওই গ্রামের মৃত মতলেব মোল্লার স্ত্রী।
জানা গেছে, বেলা ১১টার দিকে মালঞ্চ বিবির থাকার একটি ঘরে প্রথমে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। মুহূর্তে আগুন পাশে থাকা আরেকটি ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুনে পুড়ে দুটি ঘর ভস্মীভূত হয়ে যায়। এতে ৫ লাখ টাকার মতো ক্ষতি হয়।
মোহাম্মদপুর উপজেলা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার নুরুল ইসলাম বলেন, ‘আমরা আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই দুটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।’