আ.লীগ কৃষি বান্ধব সরকার: ডেপুটি স্পিকার
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া বলেছেন, `আওয়ামী লীগ সরকার কৃষি বান্ধব সরকার। এ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টায় কৃষিখাতে ব্যাপক উন্নয়ন ঘটেছে। কৃষকদের যেন কিঞ্চিত পরিমাণ জায়গা ফাকা না থাকে, সে বিষয়ে নানামুখী সহায়তা দিচ্ছে সরকার।’
রোববার (২৩ আগস্ট) বিকেলে বাংলাদেশ কৃষকলীগ ফুলছড়ি উপজেলা শাখার উদ্যোগে সার-সবজি ও বীজ-গাছের চারা বিতরণ উপলক্ষে এক আলোচনায় সভায় তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া বলেন, ‘গেল বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের কথা চিন্তা করে তাদেরকে সহযোগিতা করতে আজ কৃষকদের মাঝে সার-সবজি-বীজ-গাছের চারা বিতরণ করা হচ্ছে। এ ধারা আগামী দিন গুলোতেও চলমান থাকবে।
ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সভায় কৃষকলীগ ফুলছড়ি উপজেলা শাখার সভাপতি আতোয়ার রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র চন্দ ও কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি।
এ সময় আরও উপস্থিত ছিলেন- মধ্যে কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি আব্দুল লতিফ তারিন, সাবেক সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ বিশ্বজিৎ সরকার বাবু, সাবেক সদস্য রেজাউল করিম রেজা, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, গাইবান্ধা জেলা কৃষকলীগের সভাপতি হাসান মাহমুদ সিদ্দিক, সাধারণ সম্পাদক দীপক কুমার পাল, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।