বরিশালের অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

বরিশাল লঞ্চ টার্মিনাল।

বরিশাল লঞ্চ টার্মিনাল।

বৈরী আবহাওয়ার কারণে একদিন বন্ধ থাকার পর বরিশালের অভ্যন্তরীণ রুটে সব ধরনের লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে৷

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৭টা থেকে লঞ্চ চলাচল শুরু হয়।

বিজ্ঞাপন

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বরিশালের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম জানান, বৈরী আবহাওয়ার কারণে বরিশাল নদী বন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছিল। এ কারণে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ বরিশালের অভ্যন্তরীণ রুটে সব ধরনের লঞ্চ চলাচল একদিনের জন্য বন্ধ ঘোষণা করে। তবে বরিশাল-ঢাকা রুটে বড় লঞ্চ চলাচল স্বাভাবিক ছিল।

তিনি আরও জানান, বৈরী আবহাওয়া স্বাভাবিক হওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে অভ্যন্তরীণ রুটে ছোট লঞ্চ চলাচলের অনুমতি দেয়া হয়েছে।

বিজ্ঞাপন