সাংবাদিক-কথাসাহিত্যিক রাহাত খানের মৃত্যুতে আ স ম রবের শোক
একুশে পদক প্রাপ্ত প্রখ্যাত কথা সাহিত্যিক ও সাংবাদিক রাহাত খানের মৃত্যুতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার গভীর শোক জ্ঞাপন করে নিম্নোক্ত বিবৃতি প্রদান করেছেন।
একুশে পদক প্রাপ্ত প্রখ্যাত কথা সাহিত্যিক ও বিশিষ্ট সাংবাদিক রাহাত খান এদেশের সাহিত্য ও সাংবাদিকতা জগতে বিরাট অবদান রেখেছেন। সাহিত্য এবং সাংবাদিকতায় তার অসামান্য কৃতিত্ব জাতি দীর্ঘদিন মনে রাখবে। তার মৃত্যু আমাদের মনোজগতে শূন্যতা সৃষ্টি করে গেল।
আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীর প্রতি সহানুভূতি জ্ঞাপন করছি।
রাহাত খান বাংলাদেশের একজন খ্যাতিমান কথাশিল্পী। ছোটগল্প ও উপন্যাস উভয় শাখাতেই তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। সাংবাদিক হিসেবেও তার অবদান উল্লেখযোগ্য। তিনি ১৯৯৬ সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত হন। বিখ্যাত সিরিজ মাসুদ রানার রাহাত খান চরিত্রটি তার অনুসরণেই তৈরি করা।