ট্রাম্পের চিকিৎসা পদ্ধতি মেয়র আতিককে দেওয়া হচ্ছে

  বাংলাদেশে করোনাভাইরাস
  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ট্রাম্পের চিকিৎসা পদ্ধতি মেয়র আতিককে দেওয়া হচ্ছে

ট্রাম্পের চিকিৎসা পদ্ধতি মেয়র আতিককে দেওয়া হচ্ছে

করোনাভাইরাসে আক্রান্ত মেয়র মো. আতিকুল ইসলাম তার সহধর্মিনী ডা. শায়লা সাগুফতা ইসলামের শারীরিক অবস্থা স্থিতিশীল। গত ১২ অক্টোবর করোনা পজিটিভ হওয়ার পর ১৩ অক্টোবর সস্ত্রীক হাসপাতালে ভর্তি হন মেয়র।

কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে সবশেষ শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নিতে মেয়র আতিকুল ইসলামের সঙ্গে কথা হয়। তিনি বার্তা২৪.কম-কে বলেন, ট্রাম্পের যে চিকিৎসা দেওয়া হয়েছে সেটিই আমাদের দিয়েছে। রেমডেসিভির টিকা দেওয়া হয়েছে বলে জানান মেয়র।

বিজ্ঞাপন

তিনি বলেন, শরীরটা মাঝে মাঝে খুব দুর্বল লাগে। আমাদের ভরসা সরকারি হাসপাতাল তাই এখানে চলে এসেছি। আমরা সবাই এখানে চিকিৎসা নিচ্ছি।

কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মেয়র আতিকুল ইসলামের একান্ত ব্যক্তিগত সহকারী এপিএস-২ রিশাদ মোর্শেদও চিকিৎসা নিচ্ছেন।

বিজ্ঞাপন

মেয়র সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।