সাভারে ‘অদ্ভুত’ আকৃতির শিশুর জন্ম

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সাভারে বেদে সম্প্রদায়ের এক পরিবারে ‘অদ্ভুত’ আকৃতির এক শিশু জন্ম নিয়েছে। ওই নবজাতককে দেখতে ভীড় করছে উৎসুক জনতা।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সামেমুল হুদা।

বিজ্ঞাপন

এর আগে ২৮ ডিসেম্বর সন্ধ্যায় সাভার পৌরসভার বেদে পাড়ায় ওই শিশুর জন্ম হয়। শিশুর বাবার নাম শুকুর আলী। তিনি সাপের খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করেন।

সাভারে অদ্ভুত আকৃতির শিশুর জন্ম

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সন্ধায় ওই এলাকায় অদ্ভুদ আকৃতির নবজাতকের জন্ম হলে এলাকাবাসী দেখার জন্য ভীড় জমায়। শিশুটির চোখ, নাক ও ঠোঁট পুরোপুরি গঠিত নয়।

বিজ্ঞাপন

এ ব্যাপারে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা জানান, সাধারণত জিনগত রোগ এটি। শুষ্ক ত্বকের সাথে সম্পর্কিত এটি। এধরনের শিশু সাধারণত ১ মাসের বেশি বাঁচে না।