দেশে করোনা টিকা নিলেন ৭ লাখ ৩৬ হাজার মানুষ

  করোনা টিকা
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশব্যাপী টিকাদান কর্মসূচির সপ্তম দিন শনিবার (১৩ ফেব্রুয়ারি) সারাদেশে করোনাভাইরাসের টিকা নিয়েছেন ১ লাখ ৯৪ হাজার ৩৭১ জন। দেশে এখন পর্যন্ত মোট টিকা নিয়েছেন সাত লাখ ৩৬ হাজার ৬৮০ জন।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, টিকাগ্রহণকারীদের মধ্যে ১ লাখ ২৭ হাজার ৪৩ জন পুরুষ আর ৬৭ হাজার ৩২৮ জন নারী।‌ এদের ৩১ জনের মধ্যে সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেছে।

বিজ্ঞাপন

সারা দেশের মধ্যে আজ ঢাকা বিভাগে টিকা নিয়েছেন ৫৪ হাজার ৬৯ জন, ময়মনসিংহ বিভাগে টিকা নিয়েছেন আট হাজার ৯০ জন, চট্টগ্রাম বিভাগে টিকা নিয়েছেন ৪৭ হাজার ৭১৮ জন, রাজশাহী বিভাগে টিকা নিয়েছেন ২২ হাজার ৭৪ জন, রংপুর বিভাগে টিকা নিয়েছেন ১৭ হাজার ৫৪২ জন, খুলনা বিভাগে টিকা নিয়েছেন ২১ হাজার ২৭৮ জন, বরিশাল বিভাগে টিকা নিয়েছেন সাত হাজার ৫১৩ জন এবং সিলেট বিভাগে টিকা নিয়েছেন ১৬ হাজার ৮৭ জন।

প্রসঙ্গত, রাজধানীর বিভিন্ন হাসপাতালসহ সারা দেশের এক হাজার পাঁচটি হাসপাতালে কোভিড-১৯ টিকা দেয়া হচ্ছে। গণ হারে টিকাদানের প্রথম দিন ৭ ফেব্রুয়ারি মোট ৩১ হাজার ১৬০ জনকে টিকা দেয়া হয় বলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছিল।

বিজ্ঞাপন

বর্তমানে বাংলাদেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার ৭০ লাখ ডোজ রয়েছে এবং করোনার টিকা নিতে চাইলে www.surokkha.gov.bd ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে।

গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনাভাইরাসের ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করেন।

উল্লেখ্য, প্রতি মাসে ভারত থেকে ৫০ লাখ টিকা আমদানির বাইরেও বাংলাদেশের সামনে সুযোগ তৈরি হয়েছে কোভ্যাক্সের মাধ্যমে টিকা পাওয়ার। স্বাস্থ্য অধিদপতরের তথ্য মতে সরকার দেশের মোট জনসংখ্যার ৮০ শতাংশ তথা ১৩ কোটি ৮২ লাখ ৪৭ হাজার ৫০৮ জন মানুষকে করোনাভাইরাসের টিকা দেয়ার পরিকল্পনা করেছে। প্রতিজনকে দেওা হবে দুই ডোজ টিকা।