রাজশাহী বিভাগে করোনায় মৃত্যু নেই টানা আটদিন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

রাজশাহী বিভাগে টানা আটদিন করোনাভাইরাসে আক্রান্ত কারও মৃত্যু হয়নি। সর্বশেষ গত ২২ ফেব্রুয়ারি বিভাগের সিরাজগঞ্জে একজনের মৃত্যু হয়েছিল। এরপর মঙ্গলবার পর্যন্ত কারও মৃত্যু হয়নি।

বুধবার (০৩ মার্চ) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৩৯৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে এ পর্যন্ত সর্বোচ্চ ২৫০ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়।

বিজ্ঞাপন

দ্বিতীয় সর্বোচ্চ ৫৫ জনের মৃত্যু হয়েছে রাজশাহীতে। এর বাইরে চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২৬ জন, নাটোরে ১২ জন, জয়পুরহাটে ১০ জন, সিরাজগঞ্জে ১৮ জন এবং পাবনায় ১১ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিভাগে নতুন সাতজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ দিন সুস্থ হয়েছেন ১৪ জন। বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৬৬৫ জন। এদের মধ্যে ২৪ হাজার ২৮৮ জন সুস্থ হয়েছেন। বিভাগজুড়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৯৯৪ জন কোভিড-১৯ রোগী।

বিজ্ঞাপন