সুনামগঞ্জে হামলাকারীদের শাস্তি দেওয়া হবে: কাদের

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের শাল্লায় হিন্দুধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (১৮ মার্চ) সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

বিজ্ঞাপন

শাল্লার নোয়াগাঁও গ্রামের এক যুবকের বিরুদ্ধে হেফাজতে ইসলামের নেতা মামুনুল হককে কটূক্তি করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগ ওঠে। এর জেরে আশপাশের কয়েকটি গ্রাম থেকে দল বেঁধে লোকজন গিয়ে গতকাল বুধবার সকালে ওই গ্রামের হিন্দু বসতিতে হামলা করে। এ সময় গ্রামের অন্তত ৯০টি ঘর ভাঙচুর করা হয়। লুটপাটের ঘটনাও ঘটে।

ওবায়দুল কাদের বলেন, ‘সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁওয়ে হিন্দুধর্মাবলম্বীদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।’

বিজ্ঞাপন

সূত্র: বাসস