শনাক্ত কমলেও মৃত্যু বেড়েছে ২৪ ঘণ্টায়

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করোনা রোগী শনাক্ত কমলেও মৃত্যু বেড়েছে। এই সময় ৪ হাজার ১৪ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে করোনায় আরও ৯৮ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (২১ এপ্রিল) নতুন করোনা রোগী শনাক্ত হয়েছিল ৪ হাজার ২৮০ জন। আর মৃত্যু হয়েছিল ৯৫ জনের।

বিজ্ঞাপন

এ পর্যন্ত দেশে মোট ৭ লাখ ৩৬ হাজার ৭৪ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে মারা গেছেন ১০ হাজার ৭৮১ জন।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়েছেন সাত হাজার ২৬৬ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ছয় লাখ ৪২ হাজার ৪৪৯ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।