কুমিল্লায় ৪১৫ বস্তা পোল্ট্রি ফিড ভর্তি ট্রাক চুরি, চাঁদপুরে উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ,বার্তা২৪.কম, কুমিল্লা
  • |
  • Font increase
  • Font Decrease

কুমিল্লায় ৪১৫ বস্তা পোল্ট্রি ফিড ভর্তি ট্রাক চুরি, চাঁদপুরে উদ্ধার

কুমিল্লায় ৪১৫ বস্তা পোল্ট্রি ফিড ভর্তি ট্রাক চুরি, চাঁদপুরে উদ্ধার

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা থেকে ৪১৫ বস্তা পোল্ট্রি ফিড (হাঁস-মুরগির খাদ্য) ভর্তি একটি ট্রাক চুরির ঘটনা ঘটেছে। চুরির ২০ দিন পর বুধবার (৩০ জুন) রাতে চাঁদপুরের হাজীগঞ্জ থেকে ট্রাকটি উদ্ধার করেছেন সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। এ সময় ৩৯৬ বস্তা পোল্ট্রি ফিড উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১ জুলাই) দুপুরে এসব তথ্য জানান কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী।

বিজ্ঞাপন

তিনি জানান, গত ১০ জুন রাতে মুন্সিগঞ্জ থেকে চট্টগ্রামগামী ৪১৫ বস্তা পোল্ট্রি ফিড ভর্তি ওই ট্রাকটি সদর দক্ষিণ থানার ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক সংলগ্ন ছন্দু হোটেলের সামনে পৌঁছলে চালক ও হেলপার রাতের খাবার খেতে যায়। তারা খেয়ে এসে দেখেন হোটেলের সামনে ট্রাকটি নেই। পরে এ ঘটনায় গত ১৪ জুন থানায় চুরির মামলা দায়ের করেন ট্রাকের মালিক। এরপর থানার এসআই খাদেমুল বাহারসহ পুলিশ সদস্যরা ট্রাক ও পোল্ট্রি ফিডগুলো উদ্ধারে ব্যাপক তৎপরতা শুরু করেন।

ওসি দেবাশীষ চৌধুরী আরও জানান, সর্বশেষ বুধবার রাতে খবর পেয়ে হাজীগঞ্জ পৌর এলাকা থেকে ট্রাকটি এবং ৩৯৬ বস্তা পোল্ট্রি ফিড উদ্ধার করা হয়। এ সময় ট্রাকের বর্তমান চালক পালিয়ে গেলেও হেলপারকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ইমন হোসেন হাজীগঞ্জের বালিয়া গ্রামের বাসিন্দা। এ চুরির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন