কুষ্টিয়ায় আরও ১০ জনের মৃত্যু, শনাক্ত ২০৩

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

কুষ্টিয়ায় করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭ জন করোনায় ও ৩ জন উপসর্গ নিয়ে মারা যান।

শুক্রবার (১৬ জুলাই) সকালে সিভিল সার্জন ডা. এএইচএম আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম জানান, হাসপাতালটিতে বর্তমানে ২৮০ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে ২১৯ জন করোনা পজিটিভ এবং ৬১ জনের মধ্যে করোনার উপসর্গ রয়েছে।

এদিকে, পিসিআরল্যাব ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় ৭৩৫ জনের নমুনা পরীক্ষা করে ২০৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক ৬২ শতাংশ।

বিজ্ঞাপন