বগুড়ায় একদিনে আরও ১৩ প্রাণহানি

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় (একদিনে) আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় ৩ জন এবং উপসর্গে ১০ জন মারা গেছেন। একই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮০ জন। সুস্থ হয়েছেন ১১৭ জন।

শুক্রবার (১৬ জুলাই) বগুড়া সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ উল হক এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

জানা যায়, বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ৮ টা থেকে শুক্রবার (১৬ জুলাই) সকাল ৮টা পর্যন্ত বগুড়ার দুইটি সরকারি হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৩ জন এবং করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও ১০ জন মারা যায়।

ডা. সাজ্জাদ জানান, গত ২৪ ঘণ্টায় বগুড়ায় ৪৯৩ জনের নমুনা পরিক্ষা করে ১৮০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩৬ দশমিক ৫১ শতাংশ। বগুড়ায় এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৭২৬ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৪ হাজার ১৬৮ জন। করোনায় মারা গেছেন ৪৯৪ জন। এখনও চিকিৎসাধীন আছেন ২ হাজার ৬২ জন।

বিজ্ঞাপন