মমেকে করোনা ইউনিটে আরও ১৭ মৃত্যু
বাংলাদেশে করোনাভাইরাসময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে ১০৮ জন এবং সুস্থ হয়েছেন ২৬৩ জন।
শনিবার (১৭ জুলাই) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মো. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, শুক্রবার (১৬ জুলাই) সকাল ৮ টা থেকে শনিবার (১৭ জুলাই) সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তারা মারা যান। মৃত ব্যক্তিদের মধ্যে ৮ জন করোনায এবং ৯ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।
করোনা পজিটিভ হয়ে মৃতরা হচ্ছেন– ময়মনসিংহের তারাকান্দার শাহিদা (৩৮), সদরের নাসির উদ্দিন (৬৫), তারা বালা সাহা (৮০), অপর্ণা গোমেজ (৪২), নার্গিস আক্তার (৬০), কিশোরগঞ্জের ভৈরবের আকলিমা (৪৯), শেরপুর সদরের গেন্দাফুল (৩৫) ও জামালপুরের বকশিগঞ্জের রোকেয়া (৬০)।
এছাড়া করোনা উপসর্গ নিয়ে মৃতরা হচ্ছেন– ময়মনসিংহের মুক্তাগাছার সোহরাব (৬৫), ফুলবাড়িয়ার পারভিন (৩৫), তারাকান্দার সুরুজ আলী (৪৮), সদরের আব্দুর রশিদ (৬৫), মুক্তাগাছার মরিয়ম (৭০), সদরের জেসমিন আক্তার (৬৩), ফুলবাড়িয়ার আছিয়া (৪৫), সুনামগঞ্জের দিজেন্দ্র (৬৫), ও গাজীপুরের শ্রীপুরের শিল্পী (৪০)।
ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৪৩৬ টি নমুনা পরীক্ষা করে ১০৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। জেলায় আক্রান্তের হার ২৪.৭৭ শতাংশ।