করোনায় মারা গেলেন সাবেক এমপি খুররম খান চৌধুরী

  বাংলাদেশে করোনাভাইরাস
  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

করোনায় মারা গেলেন সাবেক এমপি খুররম খান চৌধুরী

করোনায় মারা গেলেন সাবেক এমপি খুররম খান চৌধুরী

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান।

বিজ্ঞাপন

গত ৮ জুলাই কোভিড-১৯ এ আক্রান্ত হলে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ৯ জুলাই থেকে সিসিইউতে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন ছিলেন সাবেক এই সংসদ সদস্য।

পরিবারের সদস্যরা জানান, প্রয়াতের ছেলে যুক্তরাষ্ট্রে ও মেয়ে অস্ট্রেলিয়া প্রবাসী। একমাত্র মেয়ে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরলে ময়মনসিংহের নান্দাইলে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

বিজ্ঞাপন

বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, করোনায় আক্রান্ত হয়ে খুররম খান বেশ কিছুদিন ধরে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুতে দলের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

খুররম খান ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়কও ছিলেন।