সংক্রমণ-মৃত্যু বাড়ছে গ্রামে

  বাংলাদেশে করোনাভাইরাস
  • নিউজ ডেস্ক, বার্তা ২৪
  • |
  • Font increase
  • Font Decrease

ফাইল ছবি

ফাইল ছবি

স্বাস্থ্যবিধি মানার বিষয়ে ন্যূনতম আগ্রহ নেই গ্রামের মানুষের। বাজারগুলোতে সামাজিক দূরত্ব মানা হচ্ছে না। এখন গ্রামেই সংক্রমণ বাড়ছে হু হু করে। সংক্রমণের সঙ্গে সঙ্গে বাড়ছে মৃত্যুও। অথচ করোনার শুরুতে আক্রান্ত আর মৃত্যুর বেশিরভাগই ছিল শহর এলাকায়। এখন পাল্টে গেছে দৃশ্যপট।

গাজীপুর: গাজীপুরে এক দিনে করোনায় ১০ জনের মৃত্যু হয়েছে। এটিই জেলায় এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এছাড়াও ৪৪৯ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৩৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯২, আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৯৩ জনে।

বিজ্ঞাপন

ফরিদপুর: ফরিদপুরের করোনা ডেডিকেটেড হাসপাতালে আরও ২১ রোগীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৬ জন করোনা পজিটিভ ছিল। ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ (বিএসএমএমসি) হাসপাতালের পরিচালক ডা. মো. সাইফুর রহমান গণমাধ্যমকে বলেছেন, মৃতদের মধ্যে ফরিদপুর ছাড়াও আশপাশের জেলার রোগী ছিল। তাদের মধ্যে ১৬ জন করোনা পজিটিভ ছিলেন।

খুলনা: গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়েছে। তবে এ সময়ে কমেছে শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বিভাগের ১০ জেলায় করোনা আক্রান্ত হয়ে ৪০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৫৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। খুলনা বিভাগে মোট করোনা শনাক্তের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়েছে।

বিজ্ঞাপন

রাজশাহী: চলতি মাসে করোনায় আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে বেশিরভাগই গ্রামের। রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী গণমাধ্যমকে বলছেন, গ্রামের চিত্রটা আমাদের ভাবাচ্ছে। হাসপাতালে যারা ভর্তি আছেন বা যারা মারা যাচ্ছেন তাদের বড় অংশই গ্রাম থেকে আসা রোগী। অথচ গ্রামে স্বাস্থ্যবিধির খুবই খারাপ অবস্থা। এটা নিয়ন্ত্রণ করা না গেলে ঈদের পর চিত্র আরও ভয়ংকর হতে পারে।

বরিশাল: গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ৪ জন করোনায় মারা গেছেন। এর মধ্যে ঝালকাঠি জেলার ২ জন এবং বরিশাল ও বরগুনা জেলার ১ জন। বাকি ৯ জন উপসর্গ নিয়ে মারা যান বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের আইসোলেশন বিভাগে। এ নিয়ে হাসপাতালে উপসর্গ নিয়ে মারা গেছেন ৬৫৩ জন। বিভাগে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৩৭৭ জন। একই সময়ে বিভাগে ৩২১ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১৫৬ জনের। শনাক্তের হার ৪৮ দশমিক ৫৯ শতাংশ।

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৮ জন করোনায় এবং ৯ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানিয়েছেন, জেলায় গত ২৪ ঘণ্টায় ৪৩৬টি নমুনা পরীক্ষা করে ১০৮ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২৪ দশমিক ৭৭ শতাংশ।