করোনা সংক্রমণের চরম ঝুঁকিতে বরিশাল নগরী

  বাংলাদেশে করোনাভাইরাস
  • জহির রায়হান, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

করোনা সংক্রমণের চরম ঝুঁকিতে বরিশাল নগরী

করোনা সংক্রমণের চরম ঝুঁকিতে বরিশাল নগরী

বরিশাল নগরীতে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বরিশাল সিটি করপোরেশনে নতুন করে আক্রান্ত হয়েছেন ২২৬ জন। তবে আক্রান্তের তুলনায় মৃত্যুর সংখ্যা কম। জেলার সকল উপজেলার চেয়ে নগরীতে করোনা রোগীর সংখ্যা কয়েকগুণ বেশি।

তবুও অনেকেই স্বাস্থ্যবিধি না মেনেই কেনাকাটা ও চলাফেরা করছেন। প্রতিদিনই মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে স্বাস্থ্য বিধি ভঙ্গকারীদের জেল- জরিমানা করছে।

বিজ্ঞাপন

স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসনের তৎপরতা থাকলেও নগরবাসীকে ঘরে রাখতে পারছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা । করোনার বিস্তার রোধ ও নগরবাসীর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে টিকাদান কার্যক্রম শুরু করেছে বরিশাল সিটিতে।

জেলা সিভিল সার্জন সূত্রে জানা গেছে, বরিশাল জেলায় গত ৭ দিনে (১২-১৮ জুলাই পর্যন্ত) ১২৯০ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৯৬২ জনই সিটি করপোরেশন এলাকায় বসবাসরত। তবে গত ৭ দিনে সিটি এলাকায় ৪ জন করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন।

বিজ্ঞাপন

জানা গেছে, চলতি মাসের গত ১২ জুলাই বিগত দিনের সকল রেকর্ড ভেঙে সর্বোচ্চ আক্রান্ত হন ৩৩৮ জন, মৃত্যু ২ জন, ১৩ জুলাই কমে আক্রান্ত ৭২ জন, মৃত্যু ১, গত ১৪ জুলাই বেড়ে আক্রান্ত ৯১ জন, ১৫ জুলাই কমে আক্রান্ত ৬৮ জন, ১৬ জুলাই কিছুটা বেড়ে আক্রান্ত ৯৪ জন, ১৭ জুলাই আরও কমে ৭৩ জন, কিন্তু ১৮ জুলাই বিগত কদিনের চেয়ে এক লাফে তিনগুণ বেড়ে আক্রান্ত হন ২২৬ জন।

বরিশাল সাংবাদিক ইউনিয়নের (জেইউবি) সভাপতি মনিরুল আলম স্বপন বার্তা২৪.কম-কে জানান, কোভিড-১৯ প্রতিরোধে প্রতিটি পাড়া-মহল্লায় প্রতিরোধ কমিটি অথবা স্বেচ্ছাসেবক কর্মী গঠন করা উচিত। আর এই কমিটিতে ক্ষমতাসীন দলের জনপ্রতিনিধিদের ভূমিকা থাকতে হবে বেশি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া করোনা নির্মূল করা সম্ভব নয়। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ভয়ে স্বাস্থ্যবিধি মানা নয়, স্বাস্থ্যবিধি মানতে হবে নিজে থেকে।

করোনাভাইরাসের প্রার্দুভাবের শুরু থেকেই মাঠ প্রশাসন সহযোগিতার পাশাপাশি করোনা প্রতিরোধে ব্যাপক হারে সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করছে মেট্রোপলিটন পুলিশ।

বরিশাল জেলা সি‌ভিল সার্জন ডা. ম‌নোয়ার হো‌সেন জানান, বরিশাল জেলায় উদ্বেগজনক হারে ক‌রোনা শনাক্তের সংখ্যা বে‌ড়েই চল‌ছে। এরমধ্যে আক্রান্ত হার বরিশাল নগরীতে বেশি। কঠোর লকডাউন বাস্তবায়ন ও পুরোপুরি স্বাস্থ্যবিধি না মানলে করোনা প্রতিরোধ করা সম্ভব না।