বগুড়ায় সংক্রমণ কিছুটা কমলেও কমছে না মৃত্যু

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বগুড়ায় করোনা সংক্রমণের হার কিছুটা কমলেও কমছে না মৃত্যু। গত ২৪ ঘণ্টায় বগুড়ায় আরো ১৫ জন মারা গেছেন। এর মধ্যে করোনায় ৭ জন এবং উপসর্গে আরো ৮ জন মারা গেছেন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৫ জন। আক্রান্তের হার ২৫ দশমিক ৩৩ শতাংশ।

বুধবার (২১ জুলাই) বগুড়া সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এতথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

জানা যায়, গত ২৪ ঘণ্টায় ৩৭৫ জনের নমুনা পরিক্ষা করে ৯৫ জন রোগী শনাক্ত হয়। একই সময়ে সুস্থ হয়েছেন ১২৮ জন। এনিয়ে বগুড়ায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১৭ হাজার ৫৮৭ জন। এরমধ্যে সুস্থ হয়েছে ১৪ হাজজর ৯৬০ জন। করোনায় মারা গেছেন ৫২৩ জন। এখন চিকিৎসাধীন রয়েছেন  ২ হাজার ১১৪ জন।